নোটিশ
ছড়া
এই লেখাটি ইতিমধ্যে 1120বার পড়া হয়েছে।
খরায় পুড়ছে ক্ষেত জলে ভাসে ঢাকা !
কাক-ভেজা লোক কাঁপে কাক ডাকে কা-কা !
পানি পেলে ধান হতো সতেজ সবুজ !
মেঘেরা বোঝে না সেটা বড়োই অবুঝ !
গ্রাম ছেড়ে লোক আসে থাকতে ঢাকায়;
আমাদের মেঘ দেখি সেই দিকে চায় !
তাই বুঝি ঢাকা হয় প্রায়ই বানভাসি;
গ্রাম ছেড়ে সব মেঘ হয় ঢাকাবাসী !
ঢাকার আকাশ থাকে রোজ মেঘে ঢাকা;
আঁধারে ডোবে যে ঘর জলে ডোবে চাকা!
১,২১৩ বার পড়া হয়েছে
আপনিই তাহলে বুঝলেন ঢাকাবাসির কষ্ট । আর অবুঝ মেঘদের কাণ্ডটা । অনেক অনেক সুন্দর ।
আপনাকে অনেক ধন্যবাদ।
ঢাকা শহরের কথা,জল বৃষ্টির কথা–ছড়ায় খুব সুন্দর ভাবে প্রকাশ পেয়েছে।
আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগছে।
চমৎকার
অনেক ভাল লাগা।
অনেক অনেক ধন্যবাদ।
সুন্দর এবং সুন্দর এবং সুন্দর
অনেক অনেক অনেক ধন্যবাদ।
খুব সুন্দর হয়েছে ।
অনেক ভাল লেগেছে । সাথেই আছি ।
অনেক ধন্যবাদ। সাথে থাকার জন্য কৃতজ্ঞতা।
!!!!!!! চমৎকার
অনেক ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন।