নোটিশ
ছিন্ন সুতোয় ভিন্ন ফুল – ১
এই লেখাটি ইতিমধ্যে 1243বার পড়া হয়েছে।
নদীর পানি ঘোলা ও ভালো
দীঘির পানি ঢেউ খেলিয়ে
করুক যথই টলো মলো
জাতের মেয়ে কালো ও ভালো
দুঃসময়ে পাশে থেকে
জ্বালবে মনের আলো ।
১,৩৩৯ বার পড়া হয়েছে
এই লেখাটি ইতিমধ্যে 1243বার পড়া হয়েছে।
নদীর পানি ঘোলা ও ভালো
দীঘির পানি ঢেউ খেলিয়ে
করুক যথই টলো মলো
জাতের মেয়ে কালো ও ভালো
দুঃসময়ে পাশে থেকে
জ্বালবে মনের আলো ।
১,৩৩৯ বার পড়া হয়েছে
অনেক ভাবার্থপূর্ণ ছড়া অনেক ভাল লাগল ।
ভাবার্থ ভালো লাগলে তো হবে না শুধু
জাত চেয়ে কালো মেয়ে বিয়ে করুন,
মন্তব্যের জন্য ধন্যবাদ।
ভাব ভাল লেগেছে।
ভাব টা ভালো লাগলো
ভালো লাগলো না যা সে টা কি?
ধন্যবাদ।
ভিন্ন ফুল তো সুন্দর ভাবে ফুঁটে ওঠেছে
আহা মনটাই যদি হটো ফুল
আর ফুটাতাম সবাই
মন্তব্যের জন্য ধন্যবাদ।
খুব সুন্দর হয়েছে।
অশেষ ভাল লাগা
মন্তব্যের জন্য ধন্যবাদ।
জাতের মেয়ে কালো ও ভালো- নীতি কথা।
হ্যাঁ ভাই, তাই তো লিখলাম
ভাল থাকুন।
হুম কথা সত্ত
সুন্দর