নোটিশ
ছেলেবেলার কথা
এই লেখাটি ইতিমধ্যে 1551বার পড়া হয়েছে।
— জসিম উদ্দিন জয় —
শ্রাবনের মেঘ দলবেঁধে জমে ছিলো আকাশে,
অনন্দে হারিয়েছে মন দক্ষিণা ঝরঝরে বাতাসে।
প্রজাপতি গুলো রঙ্গীন ডানায় যাচ্ছিলো উড়েঁ,
উঁড়িয়েছিলাম ঘুড়ি দিগন্তজুরে যাচ্ছিলো বহু দূরে।
কুঁড়িয়েছি কত লতাপাতা আর ঘাস ফুল,
করেছি রান্না বানিয়েছি সোমার কানের দুল
দুরন্ত ছেলেবেলা ছিলো দুষ্টমিতে সারা বেলা
গোল্লাছুট কানামাছি আর বউ বউ খেলা
পুঁইশাক বিচি মুঠোয়, পরিয়েছি আলতা পায়ে।
ফুলের মুকুট পরিয়াছি, রঙ্গীন জামা গায়ে।
আজ শধুই ছেলেবেলোর কথা মনে পড়ে,
চারদেয়ালে বন্ধি আমি একলা একা ঘরে।
১,৫৫১ বার পড়া হয়েছে
সুন্দর ভাবনা
ছন্দময় লিখনী
ভাল ভাল ………………..নাইস
“আজ শধুই ছেলেবেলোর কথা মনে পড়ে,
চারদেয়ালে বন্ধি আমি একলা একা ঘরে।”
ছেলেবেলার স্মৃতিচারণ ভাল লাগল কবি, শুভেচ্ছা নিন।
দুরন্ত ছেলেবেলা ছিলো দুষ্টমিতে সারা বেলা
গোল্লাছুট কানামাছি আর বউ বউ খেলা
ছেলেবেলার স্মৃতিচারণ, খুব ভাল লাগল। ভাল থাকবেন
শুভেচ্ছা জানবেন।
ছন্দময় লেখা…
ভাল লাগলো
ছোটবেলার কথা মনে পড়ে না কিংবা শৈশবকালকে মিস করে না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন, হয়তো অসম্ভবও ! ভালো লাগলো কবিতা । শুভেচ্ছা নিবেন ।
স্মৃতিময় কবিতা অনেক ভাল লাগল