এই যেমনঃ
হাই মামা
জটিল হইছে মামা
মামা জোস
চরম লাগতাছে
অস্থির
পুরাই পাঙ্খা … ইত্যাদি
শব্দগুলো সমস্যা নয়; বেখাপ্পা লাগে শব্দগুলোর ব্যবহার। একজন বন্ধু অন্যজনকে সম্বোধন করছে “মামা’ বলে। একজন বন্ধু, যার সাথে মায়ের পরিবারের কোনো সম্পর্ক নেই- সে কীভাবে মামা হতে পারে জানি না। বুঝি না। শুধু তাই নয়, রিকশাওয়ালা, বাসের ড্রাইভার, স্টাফ এমনকি অপরিচিত যেকোনো সম্বোধনে মামা শব্দটি ব্যবহৃত হচ্ছে অবলীলায়। আমি অবশ্য জানিনা, একজন ছেলে তার মেয়েবন্ধুকে কী বলে সম্বোধন করে কিংবা একজন মেয়ে তার ছেলেবন্ধুকে মামা বলে ডাকে কিনা। অথবা, কোনো মেয়ে অন্য মেয়েকে মামা নাকি খালা নাকি অন্যকিছু বলে স্মবোধন করে।
তারপর, কিছু শব্দের ব্যবহার ঠিক বিপরীত বলে মনে হয়। তারা বলে ” মামা জটিল হইছে”। আমার বুঝতে দেরি হয়েছে যে, জটিল বলতে আসলে ভালো, দারুণ বা সুন্দর কিছু বুঝিয়েছে। অর্থ দাড়ালো- জটিল মানে Complex নয়। ঠিক একই রকম ইউজ হচ্ছে চরম, অস্থির ইত্যাদি শব্দের। সব আমার জানা নেই।
এবার একটু অন্যপ্রসংগ। কথোপোকথন বা নাটকের সংলাপে শিক্ষিত চরিত্রে অভিনেতাও প্রমিত বাংলা ব্যবহার করছেন না। আমরা জানি, কাহিনীর প্রয়োজনে কোনো কোনো চরিত্র ভাষার আঞ্চলিক বা কথ্য রূপ অবশ্যই ব্যবহার করতে পারেন। কিন্তু যখন একজন শিক্ষিত চরিত্রের মুখে ” ভালো হইছে/ আমি দ্যাখতাছি/ ” টাইপের সংলাপ শুনি, তখন ভাষার প্রমিত রূপের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ হয় বৈকি।
শেষ করছি একটি লিমেরিক দিয়েঃ
মামা কালচার
হাই মামা, হ্যালো মামা; জটিল, জোস মামা চলছে
অবলীলায় বন্ধুরা মামা মামা করে কথা বলছে
মায়ের ভাইকে মামা জানি
বন্ধুর মা কি তবে নানি (?)
মডার্ন মামা কালচার কি বাংলার সংস্কৃতি দলছে (?)।
খুব ভাল লিখেঝছন । বাংলা চ্যানেলের নাটক দেখতে শুরু করলে যে সব ভাষা উচ্চারিত হয় সে সব ভাষা আমাদের শিশুদের শিখাতে চা ইনা । কাজে ই মনের দু:খে বাংলা চ্যানেল দেখা ছেড়ে দিয়েছি । শুভ কামনা ।
আন্তরিক ধন্যবাদ মূল্যবান মতামতের জন্য।
শুভেচ্ছা অনন্তর…
ভাষার অপব্যবহার হচ্ছে। বিশেষ করে কিছু প্রাইভেট রেডিও চ্যানেল এ রকম করছ।
খুব সুন্দর একটা বিষয় আলোকপাত করেছেন। আমাদের সবাইকে আরো সচেতন হতে হবে অশেষ ধন্যবাদ।
অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
ভালো থাকুন…
এই প্রসঙ্গে আমিও লিখেছিলাম। অনেক জায়গায় প্রতিবাদও করেছি। বুঝি না এমন কালচারে আমরাও ঢুকে গেলাম। সুন্দর লিখেছেন।
জেনে ভালো লাগলো আপা।
আমি ঠিক এদের বুঝি না
ধন্যবাদ…