Today 15 May 2021
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

জন্মভিটে

লিখেছেন: দীপঙ্কর বেরা | তারিখ: ১৬/১২/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 989বার পড়া হয়েছে।

আর কিছুতেই ফিরতে পারছি না
ফেলে এসেছি স্বেচ্ছায় অগাধ ঐশ্বর্যের আল্পনা
বিলিয়ে দিয়েছি ছোট ছোট পদচারণা
হাসি কান্না লুটোপুটি খেতে খেতে
মিলিয়ে গেছে অবকাশের গহ্বরে ;
বেড়ে ওঠা আর বেঁচে ওঠা মিলেমিশে
আরো উপরে আরো উপরে চেঁচিয়ে
না ফেরার অনন্ত আবেদন জানিয়েছিল ।
পৈত্রিক টান ছিন্ন ভিন্ন করে দিয়েছে
আমার এই অ-সুখের হাতছানি
নিজের কাছে নিজের বড় হওয়া সর্বস্বে
হারিয়ে যাচ্ছে সবুজ ঘাষের আলখেত
সরষে বন কলাইখেতের ফড়িং
শালুক আর গুগলির জল কোমর
হঠাৎ ঝোপের জলা থেকে সাদা ডানা মেলে
বকের উড়ে যাওয়া ।

হে জন্মভিটে তুমি শুধু রয়ে গেছো
আমার যন্ত্রণা হয়ে ।
-০-০-০-

৯৮১ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
বাংলা ভাষাকে আমি খুব ভালোবাসি । আসুন সবাই বাংলা খুব পড়ি আর লিখি শিখি ।
সর্বমোট পোস্ট: ৩৫০ টি
সর্বমোট মন্তব্য: ৪১৭৩ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-০৬-১১ ১৫:১৮:২২ মিনিটে
banner

৭ টি মন্তব্য

 1. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

  জন্মভূমির প্রতি গভীর ভালবাসার প্রকাশ , ধন্যবাদ কবি , ভালো থাকুন।

 2. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  অসম্ভব সুন্দর। ভাল লাগল।

 3. হরিশঙ্কর রায় মন্তব্যে বলেছেন:

  খুব সুন্দর লাগল দাদা । ভালো থাকবেন ।

 4. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  খুব ভালো লাগলো

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top