Today 04 Oct 2022
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

জানা !! আবার অজানাও হতে পারে – ০২

লিখেছেন: মরুভূমির জলদস্যু | তারিখ: ২৬/০৭/২০১৫

এই লেখাটি ইতিমধ্যে 1401বার পড়া হয়েছে।

বিচিত্র দুনিয়াতে রয়েছে বিচিত্র সব তথ্য আর জানা-অজানা নানান কথা। কিছু আমাদের জানা আর বাকি কিছু অন্যদের জানা। জানা-অজানা সেই সব তথ্যের ভিন্ন রকম উপস্থাপনার ছোট্ট এই প্রচেষ্টা……

জানা !! আবার অজানাও হতে পারে ০২

০১। হাসি

পৃথিবীতে একমাত্র মানুষই হাসতে পারে। অবশ্য হায়নারাও হাসির মতো শব্দ করে, কিন্তু হাসির মর্ম শুধু মানুষই বুঝে।

০২। ঘোড়া

ঘোড়ার নাকের ফুটো দুটো শুধু যে আকারেই বড় তা নয়, ওদের রয়েছে অসাধারণ ঘ্রাণশক্তি।

০৩। অক্টোপাস

কিছু কিছু মানুষকে আমরা বলি হৃদয়বান, যদিও তার হৃদয় আমাদেরই মতো মাত্র একটিই। কিন্তু অক্টোপাসকে কি হৃদয়বান বলবেন? না বললে কি হবে, ওর কিন্তু তিনটি হৃৎপিণ্ড আছে!

০৪। নীল তিমি

আমরা জানি প্রাণীদের মধ্যে সবচেয়ে বড় নীল তিমি। আর এই নীল তিমিই প্রাণীদের মধ্যে সবচেয়ে জোড়ে শব্দ করতে পারে। ওরা পরস্পরের মধ্যে ভাববিনিময়ের সময় যে শিস দেয়, সেটা প্রায় ৫৩০ মাইল দূর থেকেও শোনা যায়।

০৫। ডলফিন

সম্ভব হলে ডলফিনকে দাড়য়ানের চাকরি দেয়া সবচেয়ে ভালো হত, কারণ ডলফিন একচোখ খোলা রেখে ঘুমায়।

০৬। জলহস্তি

একটি জলহস্তিকে কখনোই গলা টিপে হত্যা করা সম্ভব না, কারণ একটি জলহস্তি চাইলে পানির নিচে ৩০ মিনিট পর্যন্ত দম বন্ধ করে থাকতে পারে। আপনি কতক্ষণ গলা পিটে ধরে রাখতে পারবেন?

০৭। বোস্তামী কাছিম

পৃথিবীতে শুধু বায়েজিদ বোস্তামীর মাজারের পুকুরেই বিলুপ্তপ্রায় “বোস্তামী কাছিম” রয়েছে।

প্রথম প্রকাশ: ঝিঁঝি পোকা

এখনো অনেক অজানা ভাষার অচেনা শব্দের মত এই পৃথিবীর অনেক কিছুই অজানা-অচেনা রয়ে গেছে!! পৃথিবীতে কত অপূর্ব রহস্য লুকিয়ে আছে- যারা দেখতে চায় তাদের ঝিঁঝি পোকার বাগানে নিমন্ত্রণ।

১,৩৮৭ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
এখনো অনেক অজানা ভাষার অচেনা শব্দের মত এই পৃথিবীর অনেক কিছুই অজানা-অচেনা রয়ে গেছে!! পৃথিবীতে কত অপূর্ব রহস্য লুকিয়ে আছে- যারা দেখতে চায় তাদের মরুভূমির জলদস্যুর নিমন্ত্রণ।
সর্বমোট পোস্ট: ৯৭ টি
সর্বমোট মন্তব্য: ২৯৫ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-০৪-৩০ ১৫:৫৮:৫৮ মিনিটে
Visit মরুভূমির জলদস্যু Website.
banner

২ টি মন্তব্য

  1. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

    কিছু জানা আবার অজানাও ছিল

    ভাল লাগল পোস্ট

  2. রুবাইয়া নাসরীন মিলি মন্তব্যে বলেছেন:

    “গলা পিটে” এ আবার কি রে ভাই? 😀 যাক পোস্ট নাইস ,জানার আছে অনেক কিছুই

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top