Today 17 Sep 2021
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

জানা !! আবার অজানাও হতে পারে – ০১

লিখেছেন: মরুভূমির জলদস্যু | তারিখ: ২০/০৭/২০১৫

এই লেখাটি ইতিমধ্যে 1323বার পড়া হয়েছে।

বিচিত্র দুনিয়াতে রয়েছে বিচিত্র সব তথ্য আর জানা-অজানা নানান কথা। কিছু আমাদের জানা আর বাকি কিছু অন্যদের জানা। জানা-অজানা সেই সব তথ্যের ভিন্ন রকম উপস্থাপনার ছোট্ট এই প্রচেষ্টা……

জানা !! আবার অজানাও হতে পারে ০১

০১। ঘাস

পৃথিবীর সবচেয়ে লম্বা ঘাসের নাম বাঁশ। এই ঘাস লম্বায় ১৩০ ফুটও হতে পারে।

০২। জ্বিভ

মানুষের শরীরের সবচেয়ে বেশী শক্তিশালী পেশী হচ্ছে জ্বিভ।

০৩। কুমির

আপনি জানে? কুমির তার জ্বিভ মুখের বাইরে আনতে পারে না।

০৪। চোখের পলক

নারীরা চোখের পলক ফেলে পুরুষের চেয়ে দ্বিগুনেরও বেশী।

০৫। কেঁচো

কেঁচোর কোন চোখ নাই। তাই সে অন্য প্রাণীদের মতো দেখতে পায় না। তবে সে ত্বকের বিশেষ ধরনের কোষের সাহায্যে চারপাশের অবস্থা ঠিকই বুঝতে পারে।

০৬। ক্যাংগারু

সামনের দিকে যতোই লাফাক, ক্যাংগারু কখনোই পিছনের দিকে হাঁটতে পারে না।

০৭। কোয়েলা

কোয়েলারা নাকি খুব ঘুম কাতুরে। ওরা দিনের ২৪ ঘন্টার মধ্যে ১৮ ঘন্টাই ঘুমিয়ে কাটায়। কিন্তু শামুক......

০৮। শামুক

শামুক তিন বছর ঘুমিয়ে কাটাতে পারে।

০৯। কলা

আপনি জানেন! একটি কলার শতকরা ৭৫ ভাগই পানি। একবার ভাবুন কলা খাওয়া আর এক গ্লাস পানি খাওয়ার মধ্যে তফাত কতটুকু!! কলা খাওয়ার চেয়ে আপেল খাওয়া আনেক ভালো!!!!

১০। আপেল

আপেলের সাথে মহাবিজ্ঞানি নিউটনের সেই গল্প সবাই জানি কিন্তু এটা কজন জানি যে আপেলের শতকারা ৮৪ ভাগই পানি?

১,৩২২ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
এখনো অনেক অজানা ভাষার অচেনা শব্দের মত এই পৃথিবীর অনেক কিছুই অজানা-অচেনা রয়ে গেছে!! পৃথিবীতে কত অপূর্ব রহস্য লুকিয়ে আছে- যারা দেখতে চায় তাদের মরুভূমির জলদস্যুর নিমন্ত্রণ।
সর্বমোট পোস্ট: ৯৭ টি
সর্বমোট মন্তব্য: ২৯৫ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-০৪-৩০ ১৫:৫৮:৫৮ মিনিটে
Visit মরুভূমির জলদস্যু Website.
banner

৬ টি মন্তব্য

  1. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

    এখানের অনেক প্রজন্মতে আমি দিয়েছিলাম। ভাল লাগল অজানা তথ্যগুলো।

  2. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

    নাইস ছবি।।।।।।।।।। ভাল লাগলো

  3. মিলি মন্তব্যে বলেছেন:

    সবই তো ঠিক ছিল কিন্তু কেঁচোর ছবি দিয়ে দিলেন সব মাটি করে :-/

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top