নোটিশ
জীবনের সারমর্ম
লিখেছেন:
কল্পদেহী সুমন | তারিখ: ১৭/০৫/২০১৫
এই লেখাটি ইতিমধ্যে 1068বার পড়া হয়েছে।
জীবনের ভাবনাগুলো
সুখের নেশায় ঘুরেফিরে,
জীবনের স্বপ্নগুলো
বাস্তবতায় থাকে ঘিরে।
জীবনের আশাগুলো
বাসা হয়ে বাঁধে বুকে,
নিরাশায় হতাশ হয়ে
দুঃখ পায় ধুকে ধুকে।
জীবনের পথগুলো
আঁকাবাঁকা মেঠোপথ,
দিগন্তে যায় মিলিয়ে
বিলীন হবে এই শপথ।
ঘুনেপোকা ধরা এ জীবন
চিড়ে যায় যেকোন সময়,
নিঃশেষ হয়ে যেতে পারে
হোকনা তাতে যতোই বিস্ময়।
সফল হোক বিফল হোক
জীবন তবুও জীবন রয়,
ইতিহাসের পাতায় না হোক
কারও কাছে স্মৃতি হয়।।
১,০৫৫ বার পড়া হয়েছে
Tags: কল্পদেহী
লেখক সম্পর্কে জানুন | কল্পদেহী সুমন
খন্দকার মো: আকতার উজ জামান সুমন
পিতা: মো: আবু সাদেক খন্দকার
মাতা: ঝরনা বেগম
বর্তমান ঠিকনা: মিরপুর, ঢাকা
স্থায়ী ঠকানা: কুমিল্লা
জন্ম তারিখ: ৩ ফেব্রুয়ারী, ১৯৯৪
ধর্ম: ইসলাম
জাতীয়তা: বংলাদেশী
বৈবাহিক অবস্থা: অবিবাহিত
শিক্ষা: বাংলাদেশ নৌবাহিনা কলেজ, ঢাকা থেকে এস.এস.সি ও এইচ.এস.সি উভয়টিতে জি.পি.এ ৫ পেয়ে উত্তীর্ন। বর্তমানে মানারত ইন্টার্ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে ফার্মেসী ডিপার্টমেন্টে অধ্যয়নরত।
আমি যে রকম :
কথা বেশি একটা বলিনা চুপচাপ থাকতে পছন্দ করি। সব সময় কল্পনা করি। কল্পনায় আমি সবসময় নিজের সাথে কথা বলি। আর সব সময় অন্যমনষ্ক থাকি। আমার আশেপাশে কে কি করছে না করছে তার দিকে আমার তেমন খেয়াল থাকে না। অনেক সময় কাউকে খুজতে যেয়ে নিজেই হারিয়ে যাই। আর একটা কথা হলো আমার পথ মনে থাকে না তাই আমি একা হাটতে গেলে প্রায়শই পথ ভুল করি। পথে হাটাহাটি করার সময় কত জনের সাথে ধাক্কা খেয়েছি এ পর্যন্ত, তার হিসাব নেই। আমার সমস্ত জীবনটাকে কল্পনা মনে হয় কারণ সব কিছুই যাই ঘটে আমার সাথে তাই আমার কাছে কল্পনা মনে হয়। যদি কোন অঘটন ঘটে তাহলে ভাবি কল্পনা ভেঙ্গে গেলাই সব ঠিক হয়ে যাবে। আমার এই অসম্ভব রকম কল্পনাসক্ত দিনকে দিন বেড়েই চলছে।
নিজেকেই কখনও হারিয়ে ফেলি আমি। জানিনা জীবনের অনেক কিছুই হয়তো তবে যতটুকু আমি অর্জন করেছি তার সবটুকুই সত্য। মিথ্যা কিছু নিয়ে আমার বড়াই নেই। এক অদ্ভুত বিষয় সর্বদাই আমাকে ভাবিয়ে তুলে তাহল কেন যেন অন্য আট দশটা মানুষের মতো সবকিছু স্বাভাবিক ভাবে মেনে নিতে পারিনা। কিছু বিষয় আমাকে বারবার স্পর্শ করে যাবেই। আমি যা বলি তার সবটাই গভীর অনুভূতি থেকে বলি তাই হয়তো আমার কথার জবাব অর্থপূর্ণ না হলে এক ধরনের অপমানবোধ কাজ করে। আমি ভাবনার অতলে প্রবেশ করে জটিল বিন্যাসে অনেক ছক আঁকি যার ফলে স্বাভাবিক দৃষ্টিকোণ হতে আমার বিষয়গুলো ভাবলে মানানসই হবে না। আমাকে ঠিক বুঝে উঠতে পারে এরকম খুব কম মানুষই আছে। আমিও নিজেকে কখনও কখনও ঠিক বুঝে উঠতে পারিনা, তাই হয়তো আমার মন খারাপের কারণ, রাগ করার কারণ অনেক সময় আমার অজানাই থাকে। আমি খুব বেশি একটা কথা বলা পছন্দ করিনা যদিও আমার ফেসবুকে পোস্ট দেখলে তা অনেকের বিশ্বাস হবেনা। বাস্তবে আমি বন্ধুদের আড্ডা, পরিবারের আলোচনায় কথা তেমন বলিনা বললেই চলে। আমি সব সময় বিভিন্ন ধরনের ভাবনায় নিমগ্ন থাকতে পছন্দ করি তাই হয়তো বাস্তব জীবনের সাথে আমার সম্পর্কটাও নড়বড়ে। আমি সহজেই মানুষকে অনুভব করে ফেলি যার ফলে খুব সহজেই কাউকে মনের গভীরতায় ঠাই দিয়ে বসি। আর এটাই কখনও কখনও আমার দুঃখের কারণ হয়ে বসে। আমি জানিনা আমার বর্তমান, জানিনা আমার ভবিষ্যৎ তবে এটুকুই বলতে পারি এক সময় সুখ আর দুঃখ দুটোই একই মনে হবে আমার কারণ আমার অনুভূতির জগতটি ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাচ্ছে। আর আমার অনুভূতি নিস্তেজ হয়ে যাওয়া মানে আমার কবিতা, গল্প বিলুপ্ত হয়ে যাবে আমার সৃজনশীল কর্মের তালিকা হতে। তবে আমি থাকব একজন অবাধ্য বন্ধু হয়ে সবার মাঝেই।
প্রকাশিত বইঃ (১)সমন্বয়(কাব্য গ্রন্থ-সম্মিলিত সংকলন)সর্বমোট পোস্ট: ২৯২ টি
সর্বমোট মন্তব্য: ৪৯৪ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-০৮-২৯ ১৬:৩০:৩০ মিনিটে
সর্বমোট মন্তব্য: ৪৯৪ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-০৮-২৯ ১৬:৩০:৩০ মিনিটে
৬ টি মন্তব্য
ধর্ম, ধর্মীয় নেতা, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের হেয় প্রতিপন্ন করে এমন কোন লেখা লিখলে কোন কারন দর্শানো ছাড়াই লেখককে ব্যান করে দেওয়া হবে। প্রথম পেজে একজন লেখকের দুটি পোষ্ট দেওয়া যাবে না। এখানে যে কোন অরাজনৈতিক লেখা প্রকাশ করা যাবে।

আপনার অর্জিত পয়েন্ট
- অর্জিত পয়েন্ট দেখতে হলে আপনাকে লগইন করতে হবে।
এ মাসে এখন শীর্ষে আছেন
- হাসান ইমতি (৪৬০)
- এই মেঘ এই রোদ্দুর (২২৯)
- দ্বীপ সরকার (১৯৯)
চলন্তিকা পরিসংখ্যান
অনলাইনে : ৪৬
নিবন্ধিত লেখক: ০
অতিথি: ৪৬
সর্বমোট নিবন্ধিত লেখক: ১১১৪
সর্বমোট লেখা: ৯৭৭৬
সর্বমোট মন্তব্য : ৭৫৭০৩
সেরা প্রদায়ক টিপস-৩
প্রতি মাসে ৫০০+ মন্তব্যকারী প্রতেকেই পাবেন ১০০ বোনাস পয়েন্ট।
সেরা প্রদায়ক টিপস-৪
বেশি বেশি পোস্ট করুন কারন প্রতি পোষ্টের জন্য ২০ পয়েন্ট পাবেন।
সেরা প্রদায়ক টিপস-৫
প্রতি শনি-সোম-বুধ এ চলন্তিকা উদ্যোগের ফেসবুক পেজে (https://www.facebook.com/cholontika/) একটি পোস্ট করা হবে। এটি যারা যারা নিজ নিজ ওয়ালে শেয়ার করবেন তারা সবাই ৪০ পয়েন্ট করে পাবেন। এভাবে কোন প্রদায়ক সহজেই প্রতি সপ্তাহে ১২০ পয়েন্ট, প্রতি মাসে প্রায় ৫০০ পয়েন্ট আর ছয় মাসে ৩,০০০ পয়েন্ট পেতে পারেন সহজেই!
সেরা প্রদায়ক টিপস-৬
মাসের ২৫ তারিখের মাঝে কমপক্ষে ২০টি পোস্ট করে ০১৯৭১৪৪৫৫৬৯ এ এসএমএস করে জানিয়ে দিলে ১০০ পয়েন্ট বোনাস পাবেন।
সেরা প্রদায়ক টিপস-৭
প্রতি শুক্রবার বিগত ৭ দিনের ১০০ বারের অধিক প্রদর্শিত ২০টি লেখার লেখককে লেখা প্রতি ৫ পয়েন্ট বোনাস দেওয়া হবে। তাই ফেসবুকে আপনার ওয়ালে কিংবা কোন গ্রুপে কিংবা ইমেইল এ আপনার লেখা প্রচার করতে পারেন। তাতে লেখা বেশি বেশি প্রদর্শিত হতে পারে। আর এভাবেই আপনার পয়েন্ট বাড়িয়ে নিতে পারেন।
গত ৭দিনে সর্বাধিক প্রদর্শিত
- No results available
সেরা প্রদায়ক টিপস-৮
বেশি বেশি মন্তব্য করুন কারন প্রতি মন্তব্যের জন্য ১ পয়েন্ট পাবেন।
সর্বশেষ ১০টি মন্তব্য
- এই মেঘ এই রোদ্দুর on আমি ও আমার কবিতা (কাব্যগ্রন্থ – বারুদের চাষ )
- এই মেঘ এই রোদ্দুর on তারেই বুঝি সখী ভালোবাসা কয়
- এই মেঘ এই রোদ্দুর on আমি বুঝি না রাজার নীতি
- Historicizing Ghosts: Reimagining Realities in Nineteenth Century Popular Bengali Fiction - JHI Blog on স্মৃতির পাতা থেকে (৯-২ )
- এই মেঘ এই রোদ্দুর on ওরা অন্ধ
- এই মেঘ এই রোদ্দুর on চিঠি…
- সঞ্জয় দত্ত on রেপিস্ট!!!…….
- সঞ্জয় দত্ত on রেপিস্ট!!!…….
- এই মেঘ এই রোদ্দুর on উড়িয়ে দিলাম শাড়ীর আঁচল
- vioglichfu.7m.pl on ।। জীবনের সফট কপি ।।
এই লেখকের আরও কিছু লেখা
- নির্ভুল ভালোবাসো
- না হয় পশুত্বে বরণ
- একটু চাওয়া
- সমাপ্ত
- মা
- সত্য
- অপেক্ষার সমাকলন
- অপেক্ষার বিড়ম্বনা
- ইচ্ছের বাস্তবায়নে
- কবুল
এ ধরনের আরও কিছু লেখা
© চলন্তিকা উদ্যোগ 2022
চলন্তিকার উদ্যোগতারা হলেন- মুহাম্মদ আনোয়ারুল হক খান (বিফার্ম, এমবিএ), এমরান গনি (বিফার্ম, এমপিএইচ), শিহাব হাসান (পিএইচডি), অলিউর রহমান এমএসসি ইন কম্পিউটার সাইন্স) ও নূর-ই-জান্নাত (এমএসসি ইন জুয়োলজি)সাইট টি ডেভেলপ করেছেন:
মোঃ আনিসুর রহমান ভুইয়া
জীবনের ভাবনাগুলো
সুখের নেশায় ঘুরেফিরে,
জীবনের স্বপ্নগুলো
বাস্তবতায় থাকে ঘিরে।
অনেক ভাল লাগল ছন্দ মাখা জীবনের সারমর্ম……।
শুভেছা নিবেন ভালো থাকেন সর্বদা……
ছন্দময় লিখনী বেশ চমৎকার
ভালো লাগলো পড়ে
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাইস
“সফল হোক বিফল হোক
জীবন তবুও জীবন রয়,
ইতিহাসের পাতায় না হোক
কারও কাছে স্মৃতি হয়।।”
বেশ সুন্দর প্রকাশ। ভাল লাগল কবি।
শুভেচ্ছা নিন –
ছন্দময় লিখনী বেশ চমৎকার
ঘুনেপোকা ধরা এ জীবন
চিড়ে যায় যেকোন সময়,
নিঃশেষ হয়ে যেতে পারে
হোকনা তাতে যতোই বিস্ময়।
চমৎকার বলেছেন । সত্যিই জীবন যে কোন সময় চিড়ে যেতে পারে । আর সময় থাকতেই নিজের কাজটা ঠিকভাবে করে যাওয়া চাই ! কবিতা ভালো লাগলো । শুভেচ্ছা জানবেন ।
অসম্ভব সুন্দর হইছে
অনেক ভাল লাগা রইল প্রিয় কবি।