নোটিশ
জেগে উঠো আর একবার
এই লেখাটি ইতিমধ্যে 1414বার পড়া হয়েছে।
দেখো, একটু আগেই জেগে উঠেছে নীলাচল
ঘুমিয়ে নেই হিমগিরি, চিম্বুক তারাও!
তবে তুমি কেন
জাগবে না আর একবার? বল, রায়েরবাজার?
কেন –কেন?
দেখো, এখনও নির্বাক চেয়ে আছে সখিনা বিবি,
উসকো খুসকো চুল,
কুয়াশা চোখে, যা দেখে
ভাবে সবই হয়ত তাঁর মনের ভুল!
আর
হরিদাসী? কে জানে তিনি কোথায়—,
স্বর্গ এসে ফিরে গেছে কয়েকবার;
সিঁদুরের কৌটা আর খুলেনি, তেতাল্লিশ বছর যায়!
আর
তিন ঠ্যাং হারানো জানবাজ কুকুরটা?
এখনও লাওয়ারিশ—-!
এখনও সে ঘুরে বেড়ায় কবর থেকে শ্মশানে;
তবু
প্রভুর খোঁজ পায় না!
এখনও কি তোমার সময় হয়নি জেগে উঠবার?
বল, রায়েরবাজার—!
দেখো, পিতা অসহায় চোখে কেমন করে
তোমার দিকে তাকিয়ে আছে;
জেগে উঠো — জেগে উঠো–
শুধু আর একবার,
আর একবার—-!!
১,৩৯৩ বার পড়া হয়েছে
এখনও কি তোমার সময় হয়নি জেগে উঠবার?
বল, রায়েরবাজার—!
দারুন অভিব্যক্তি , অনেক অনেক ধন্যবাদ কবি আপনাকে।
অশেষ ধন্যবাদ সহিদুল ভাই।
খুব ভাল লাগল
অশেষ ধন্যবাদ দাদা।
সত্যিই যদি ওরা আর একটি বার জেগে উঠতো…দেশটাকে আবার ভেঙ্গে চুড়ে গড়ে দিয়ে যেত…আহা!
অনেক ভাল লেগেছে ভাইয়া…!
অশেষ ধন্যবাদ সুপ্রিয় হ্যাপি।
কঠিন সুন্দর কবিতা। ভাল লাগল অনেক।
অশেষ ধন্যবাদ ছবি আপু।
সেতারা আপা সাথে সহমত
আমার ও বেশ ভাল লেগেছে
মুগ্ধকর লিখনী ,,,,,,,,,,,,,,,,,,,,