Today 31 May 2023
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

জেগে উঠো আর একবার

লিখেছেন: জসীম উদ্দীন মুহম্মদ | তারিখ: ১৪/১২/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 1414বার পড়া হয়েছে।

দেখো, একটু আগেই জেগে উঠেছে নীলাচল
ঘুমিয়ে নেই হিমগিরি, চিম্বুক তারাও!
তবে তুমি কেন
জাগবে না আর একবার? বল, রায়েরবাজার?
কেন –কেন?

দেখো, এখনও নির্বাক চেয়ে আছে সখিনা বিবি,
উসকো খুসকো চুল,
কুয়াশা চোখে, যা দেখে
ভাবে সবই হয়ত তাঁর মনের ভুল!

আর
হরিদাসী? কে জানে তিনি কোথায়—,
স্বর্গ এসে ফিরে গেছে কয়েকবার;
সিঁদুরের কৌটা আর খুলেনি, তেতাল্লিশ বছর যায়!

আর
তিন ঠ্যাং হারানো জানবাজ কুকুরটা?
এখনও লাওয়ারিশ—-!
এখনও সে ঘুরে বেড়ায় কবর থেকে শ্মশানে;
তবু
প্রভুর খোঁজ পায় না!

এখনও কি তোমার সময় হয়নি জেগে উঠবার?
বল, রায়েরবাজার—!
দেখো, পিতা অসহায় চোখে কেমন করে
তোমার দিকে তাকিয়ে আছে;
জেগে উঠো — জেগে উঠো–
শুধু আর একবার,
আর একবার—-!!

১,৩৯৩ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ২২৬ টি
সর্বমোট মন্তব্য: ১৬০৬ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-০১-২৪ ১৬:৪০:১২ মিনিটে
banner

৯ টি মন্তব্য

  1. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

    এখনও কি তোমার সময় হয়নি জেগে উঠবার?
    বল, রায়েরবাজার—!

    দারুন অভিব্যক্তি , অনেক অনেক ধন্যবাদ কবি আপনাকে।

  2. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

    খুব ভাল লাগল

  3. সেতারা ইয়াসমিন হ্যাপি মন্তব্যে বলেছেন:

    সত্যিই যদি ওরা আর একটি বার জেগে উঠতো…দেশটাকে আবার ভেঙ্গে চুড়ে গড়ে দিয়ে যেত…আহা!
    অনেক ভাল লেগেছে ভাইয়া…!

  4. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

    কঠিন সুন্দর কবিতা। ভাল লাগল অনেক।

  5. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

    সেতারা আপা সাথে সহমত
    আমার ও বেশ ভাল লেগেছে
    মুগ্ধকর লিখনী ,,,,,,,,,,,,,,,,,,,,

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top