জেনে রাখুন নারীদের বিশেষ কিছু স্বাস্থ্য সমস্যা সম্পর্কে(2)
এই লেখাটি ইতিমধ্যে 1278বার পড়া হয়েছে।
স্তন ক্যানসার
বহু বছর আগে থেকেই নারীরা স্তন ক্যানসার সমস্যায় ভুগে আসছেন।প্রতি বছর অনেক নারীমৃত্যুও ঘটে থাকে স্তনে ক্যানসারে।কিন্তু বর্তমান যুগে অনেক নারী স্তন ক্যানসারে ভুগে থাকলেও দেশ-বিদেশে এই রোগের এখন অনেক ভালো চিকিৎসা করা হয়ে থাকে।তবে স্তন ক্যানসার হল একটি ম্যালিগন্যান্ টটিউমার যা স্তনের কোষের মধ্যে হয়ে থাকে।স্তনেক্যানসার হলেও এর অনেক ধরন আছে।
জেনে রাখুন স্তন ক্যানসার এর বিভিন্ন ধরন সম্পর্কে।
১।ডাকটাল কার্সিনোমা
২।ইনভেসিভ ডাকটাল কার্সিনোমা
৩।ইনভেসিভ লবুলার কার্সিনোমা
৪।মিউসিনাস কার্সিনোমা
৫।মিক্সড টিউমারস
৬।মিডুলেরিকার্সিনোমা
৭।ইনফ্লেমটারি ব্রেস্ট ক্যানসার
৮।ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যানসার
স্তনে ক্যানসার হওয়ার কিছু উপসর্গের মধ্যে একটি হল নিপল জ্বালা-পোড়াকরা অথবা চারপাশ লাল হয়ে যাওয়া।স্তনে অথবা নিপলে ব্যথা হওয়া, ফুলে যাওয়া কিংবা স্তনের কিছু কিছু জায়গা ডেবে যাওয়া।তাই এই সমস্যা থেকে দূরে থাকতে সর্বদা সতর্ক থাকুন।৪০বছর বয়সী প্রতিটি নারীর উচিত তাদের স্তনের পরীক্ষা করানো।
১,২৬৩ বার পড়া হয়েছে
nice
স্বাস্থ্য বিষয়ক বেশ উপকারী পোষ্ট
ভাল ভাবনার প্রয়াস
বেশ উপকারী পোস্ট
সংশ্লিষ্টরা উপকৃত হবেন।
ধন্যবাদ –
রোগ জানতে জানতে রোগী না হয়ে যাই ।
খুব ভালো পোস্ট । আশা করি যাদের উদ্দেশ্যে পোস্টটি করা হয়েছে তারা বেশ উপকৃত হবেন । ধন্যবাদ ।