জেনে রাখুন নারীদের বিশেষ কিছু স্বাস্থ্য সমস্যা সম্পর্কে(3)
এই লেখাটি ইতিমধ্যে 1232বার পড়া হয়েছে।
মেনোপজ
(পিরিয়ড বন্ধ হয়ে যাওয়া)
প্রতিটি প্রাপ্ত বয়স্ক নারীর বয়স যখন ৪০ থেকে ৫০ এর কোঠায় থাকে তখনই নারীদের মেনোপজ সমস্যা দেখা দিয়ে থাকে । নারীদের মেনোপজ হয় তখনই যখন তাদের ও ভারি এর কার্য ক্ষমতা কমে যায়।
নারীদের মেনোপজহওয়ার কিছু লক্ষণ গুলো হল
১।অনেক নারীরই মেনোপজ হওয়ার আগে অত্যাধিক রক্তপাত হয়ে থাকে সাধারন সময়ের তুলনায়।তবে এই সমস্যা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই।কারন নারীদের পিরিয়ড বন্ধ হয়ে যাবার আগে এই সমস্যা দেখা দিতেই পারে
২।অনেকনারীর হটাৎ করেই রাতের বেলাতে শরীর অনেক বেশি গরম হয়ে যায় এবং বিশেষ করে মাথা ও বুক ঘেমে যায়।মেনোপজ হওয়ার খুব সাধারন একটি লক্ষন এটি।
৩।অনেক নারীর এই সময়ে যৌনাঙ্গে সমস্যা দেখা দিয়ে থাকে যেমনঃ যৌনাঙ্গে চুলকানি হওয়া, শুষ্কহয়ে যাওয়া, যৌনমিলনের সময় জ্বালা-পোড়াকরা অথবা ব্যথা করা।
১,২১৪ বার পড়া হয়েছে
উপকারী পোষ্ট
পড়ে ভালো অনেক অনেক
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাইস
ভালো পোস্ট ! সংশ্লিষ্ট নারীদের বেশ উপকারে আসবে । ধন্যবাদ জানবেন ।