জেনে রাখুন নারীদের বিশেষ কিছু স্বাস্থ্য সমস্যা সম্পর্কে
এই লেখাটি ইতিমধ্যে 1337বার পড়া হয়েছে।
সুস্থ আমরা সবাই থাকতে চাই। কিন্তু বর্তমান যুগে আমরা যেভাবে জীবনযাপন করি অসুস্থ হয়ে যাওয়ার প্রধানকারণই হল সুস্থ ভাবে জীবন যাপন না করা।কারন নিজেদের কর্মব্যস্ততার জন্য নিজেকেই আমরা সময় দিতে পারি না।কর্মস্থল, সংসার সবকিছু সামলে নিজেকে সুস্থ রাখাটা অনেক কঠিন হয়ে দাঁড়ায় যেকোন নারীর জন্য।তাই শরীরে দেখা দেয় নানাবিধ সমস্যা যাকে গ্রহন করার জন্য আমরা প্রস্তুত থাকি না।তবে সুস্থ থাকতে হলে সবকিছুর আগে নিজের দেহকে গুরুত্ব দেয়া উচিত আমাদের সবারই।কিন্তু আগে থেকেই জেনে রাখা ভালো, একজন নারী হিসেবে আপনি ও যেকোন নারী রোগে আক্রান্ত হতে পারেন।চলুন তাহলে জেনে নেই নারীদের কিছু গুরুত্বপূর্ণ রোগ সম্পর্কে।
গর্ভধারণ
গর্ভধারন, প্রতিটি নারীর জীবনের সবচেয়ে জটিল বিষয়।এই সময়টিতে নিজের খুব ভালো করে যত্ন নেয়া, সঠিক চিকিৎসা করা, গর্ভকালীন সময়ে কি কি করতে হবে, কি খেতে হবে, কি করা যাবেনা সব কিছু সম্পর্কে সঠিক তথ্য জেনে রাখা খুব জরুরী।এই সময়টিতে প্রতিটি নারীর দেহে দেখা দেয় নানা রকমের পরিবর্তন তবে কিছু সাধারন লক্ষন অনেক নারীদের মধ্যেই দেখা দিয়ে থাকে।
জেনে রাখুন লক্ষন গুলো সম্পর্কে।
১।পিরিয়ড বন্ধ হয়ে যাওয়া কিংবা নিয়মিত না হওয়া
২।স্তনে অথবা নিপলে পরিবর্তন আসা
৩।ঘনঘন মূত্র ত্যাগ করা
৪।সকালের দিকে শরীর খুব খারাপ হয়ে যাওয়া
৫।শরীর খুব ক্লান্ত অনুভব করা
৬।বমিবমি ভাব ও মাথা ঘুরানো
৭।মাথা ব্যথা করা
৮।যৌন আকাঙ্ক্ষা কমে যাওয়া
গর্ভকালীন সময়ে উপরের এই ৮টি কারন নারীদের সবচেয়ে আলোচিত সমস্যা।
১,৩২৩ বার পড়া হয়েছে
ভাল ভাবনা
উপকারী পোষ্ট
সুন্দর মন
হুম
শেয়ারের জন্য ধন্যবাদ
ভবিষ্যতের জন্য জেনে রাখলাম । কারো প্রয়োজন হলে অন্তত সহায়ক পরামর্শ দেয়া যাবে । ধন্যবাদ ।