Today 31 May 2023
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

জেলখানায় ফ্যাশন শো, নারী কয়েদিরাই মডেল!

লিখেছেন: নুসরাত শারমিন লিজা | তারিখ: ০২/০৫/২০১৫

এই লেখাটি ইতিমধ্যে 1400বার পড়া হয়েছে।

index

ইসরায়েলে নারী অপরাধীদের জন্য রয়েছে আলাদা জেলখানা। সম্প্রতি নেভে তিরজা নামের সেই জেলখানায় হয়ে গেল ব্যতিক্রমী এক আয়োজন। অপরাধ করলেই যে, মানুষের অন্যান্য গুণ নষ্ট হয়ে যায়না; চমৎকার এক ফ্যাশন শো’তে অংশ নিয়ে তা প্রমাণ করেছেন ওই জেলখানার নারী কয়েদিরা। মডেলদের মতো ‘ক্যাটওয়াক’ করে তাক লাগিয়ে দিয়েছেন তারা।

 

ব্যতিক্রমী এ আয়োজনে বলতে গেলে সব কাজই করেছেন মেয়েরা, যাদের বেশিরভাগই কয়েদি। বিভিন্ন ধরনের অপরাধসূত্রে তাদের নেভে তিরজায় আগমন। কিন্তু কয়েদিদের চিরকালের জন্য অপরাধী হিসেবে দেখতে চায় কারা কর্তৃপক্ষ। যার যে কাজে মেধা আছে জেলজীবন শেষে তারা সেরকম কোনো কাজ করে সম্মানজনক জীবন শুরু করুক – তা-ই চায় জেল কর্তৃপক্ষ। সেই চাওয়া থেকেই কয়েদিদের নিয়ে ফ্যাশন শো-র আয়োজন, তাও আবার তাদের তৈরি পোশাক দিয়েই৷

নিয়মিত আপনার ফেসবুকে নিউজ পেতে লাইক দিন

 

অভিনব এই ফ্যাশন শো-কে সফল করে তুলতে বেশ আগে থেকেই কাজ শুরু করেছিল ইসরায়েলের ফ্যাশন স্কুল স্টুডিয়ো সিক্স-বি। স্কুলের ব্যবস্থাপক ইয়ানিভ শোয়ারৎজ জানালেন, তাঁদের দায়িত্ব ছিল মূলত ফ্যাশন শো-র প্রত্যেকটি ধাপের কাজে কয়েদিদের দক্ষ করে তোলা৷

সে দায়িত্ব তারা ভালোভাবেই পালন করেছেন৷ তাদের কাছে প্রশিক্ষণ পেয়ে দারুণ সব পোশাক তৈরি করেছেন কয়েদিরা, সে পোশাক পরে লাল গালিচার ওপর পেশাদার মডেলদের মতো ক্যাটওয়াকও করেছেন তারা। এমনকি ক্যাটওয়াক শুরুর আগে সবার হেয়ারস্টাইলও ঠিক করেছেন কয়েদিরা!

 

একদিনের ক্যাটওয়াকই শেষ নয়। কর্তৃপক্ষ চায়, কারাবাসের সময় ফুরোলে কয়েদিরা মুক্ত জীবনটাকে নতুন করে শুরু করুক। সমাজের আর দশটা মানুষের মতো তারাও সৎভাবে জীবনযাপন করবেন, অর্থ উপার্জন করবেন কাজ করে।

 

জানা গেছে, নেভে তিরজা থেকে বের হয়ে ইতিমধ্যেই কয়েকজন এমন জীবন শুরু করেছেন। জেলখানার মুখপাত্র নিকোল ইংল্যান্ডার বেশ গর্ব করে জানালেন একজনের কথা। কয়েকদিন আগেও নেভে তিরজার কয়েদি ছিল একটি মেয়ে। জেলে থাকতেই ডিজাইনিংয়ের ওপর পড়াশোনা শুরু করেছিল। জেল থেকে মুক্তি পাওয়ার পরও নাকি মেয়েটি লেখাপড়া চালিয়ে যাচ্ছে।

সূত্র: মেইল অনলাইন

১,৩৯৭ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ২৬ টি
সর্বমোট মন্তব্য: ০ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৯-২৫ ১২:১১:৩০ মিনিটে
banner

৪ টি মন্তব্য

  1. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

    ভিন্নধর্মী আয়োজন

    ভাল লাগল পড়ে

  2. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

    মজার লিখা
    সত্যি নাকী
    ভাল লাগলো পড়ে ছবি দেখে

  3. অনিরুদ্ধ বুলবুল মন্তব্যে বলেছেন:

    ব্যতিক্রম ভাবনা -ব্যতিক্রম আয়োজন!

  4. টি. আই. সরকার (তৌহিদ) মন্তব্যে বলেছেন:

    ব্যতিক্রম খবর বৈকি ! তবে উদ্যোগটা কিন্তু দারুণ !
    খবরটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ।

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top