Today 28 May 2023
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

জৈবিক সত্তা

লিখেছেন: কালাম আজাদ | তারিখ: ০১/০২/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 1239বার পড়া হয়েছে।

এভাবে রাতের পর রাতকে আর কতো হত্যা করবো?
রাতের হত্যাকারী হয়েও রাত আমার বিরুদ্ধে
কোন প্রকার নালিশ করে না কোন আদালতে
কেমন সয়ে যাওয়া রাত, হায় কী অপরিমেয়
আত্মত্যাগ

তাই প্রতিদিন আমি রাতের কাছে দায়ী ও দোষী
হয়ে বেঁচে থাকি, তবু রাতকে আঁকড়ে ধরে থাকি
রাতের নিকট তেঁদর হয়ে।

আমিও রাত একাত্মা, রাত ও আমি
জমজ এক জৈবিক সত্তা।

১,২৬৯ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ৮ টি
সর্বমোট মন্তব্য: ৭ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৭-২৮ ২৩:২২:৪০ মিনিটে
banner

৭ টি মন্তব্য

  1. রফিক আল জায়েদ মন্তব্যে বলেছেন:

    রাতকে নিয়ে একটি অনুভূতি প্রকাশ করেছেন, ভালো লাগল।

  2. কালাম আজাদ মন্তব্যে বলেছেন:

    ধন্যবাদ রফিক আল জায়েদ।

  3. এম, এ, কাশেম মন্তব্যে বলেছেন:

    রাতের স্বত্ত্বা হয়ে থেকো,
    দিনের আলো যে সহে না চোখে,

    শুভ কামনা।

  4. আরজু মূন মন্তব্যে বলেছেন:

    আমিও রাত একাত্মা, রাত ও আমি
    জমজ এক জৈবিক সত্তা।
    বাহ ভাল লাগল আপনার কবিতা।ধন্যবাদ এবং শুভাকামনা থাকল।

  5. কে এইচ মাহবুব মন্তব্যে বলেছেন:

    ভালো লাগলো ।

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top