Today 28 Sep 2021
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

জোস্না রাতে

লিখেছেন: Crown. | তারিখ: ১৭/১০/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 1425বার পড়া হয়েছে।

জোস্না রাত একলা ঘরে
ভাবছি আমি বসে
তারাগুলো যদি পড়ে
আকাশ থেকে খসে !
আমার যদি ডানা হত
উড়তাম আকাশে
উড়ে উড়ে যেতাম চলে
চন্দ্র মামার দেশে!
আমার যদি বাগান হত
যদি থাকত ফুল
ঘুরে ঘুরে দেখতাম আমি
দেখতাম হয়ে আকুল!
এমন সময় চন্দ্র মামা
মারছে দেখি উকি
দুর আকাশের তারাগুলো
করছে ঝিকিমিকি !
ঘরের পাশে ফুটে উটা
গাছের ফুল গুলো
নাচছে তারা আপন মনে
করছে হেলো-দুলো !
চন্দ্র মামা হেসে বলে
ভাবছিস কি তুই ওরে ?
ভাবিস না আর এসব তুই
একলা বসে ঘরে !

১,৪০৪ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
আমি ভারতীয় তাই ভারতীয় আদর্শে বিশ্বাসী । ভারত আমার জন্মভূমি তাই এদেশকে সবচেয়ে বেশী ভালবাসি । সারি জাহা সে আচ্ছা ভারত হামারা ।
সর্বমোট পোস্ট: ৪৬ টি
সর্বমোট মন্তব্য: ২৩৭ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-১০-১৪ ০৪:৪১:০৭ মিনিটে
banner

৬ টি মন্তব্য

 1. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

  হা হা হা
  ভাবনা ঘুরে এল আকাশ বাতাস
  খুব খুব ভাল লাগল

 2. গোলাম মাওলা আকাশ মন্তব্যে বলেছেন:

  তাঁরা খসে পড়ে কিন্তু ধরা তো যায়না…………………… সুপাঠ্য। ভাল লেগেছে। ছন্দের একটু গোলমাল যদিও চখে পড়ে।

 3. কল্পদেহী সুমন মন্তব্যে বলেছেন:

  ভালো হয়েছে। তবে জ্যোৎস্না বানান এরকম হওয়ার কথা না?

 4. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

  চাঁদের সাথে মিতালী, ভালো লাগলো কবিতা।

go_top