নোটিশ
ঝাপসা দুচোখ
এই লেখাটি ইতিমধ্যে 1488বার পড়া হয়েছে।
কেউ কাদঁছে কেউ হাসছে
কেউ বা নিরব পাথর।
কেউ কেউ নি:শ্ব হয়ে
হয়েগেছে কাতর।
চিৎকার করে বলছে কেউ
আমার কিযে দোষ?
পেটের দায় নেমেছি পথে
কেন হয়েছি লাশ?
আমার দুঃখে সমব্যাথিত
বড় বড় নেতার মন,
টপ টপ করে পড়ছে দেখ
কতজনার চোখের জল।
কিন্তু কেউ দেশের জন্য
ভাবতে রাজি নয়,
ভাবলে বেশি তাদের আবার
ক্ষমতা হারাবার ভয়।
আমরা জনগন অসহায় এখন
জিম্মি তাদের হাতে।
কিছু বললে নাস্তিক হবো
নয়তো রাজাকার।
কার কাছে যাব কার দুয়ারে
করবো কাকে ভরসা,
হারানোর ভয়ে দুচোখ
আমার জলে হয়ে গেছে ঝাপসা।
১,৪৬২ বার পড়া হয়েছে
সমকালীন অনাকাঙ্ক্ষিত বাস্তবতার হৃদয়গ্রাহী রুপায়ন … আমরা আসলেই অসহায় …
মসসাময়িক সময়ের বাস্তব কথন। ভাবনা ভাল প্রকাশও সুন্দর।
আর একটু সুবিন্যস্ত ও কাব্যিক হলে ভাল হতো।
শুভেচ্ছা রইল।
বলার ভাষা নেই
দিনকাল খুবই খারাপ যাচ্ছে
কবে যে শুভদিন আসবে আমাদের
লেখা ভাল লাগল
ধন্যবাদ সবাইকে।
অনাকাঙ্ক্ষিত বাস্তব উঠে এলো লেখায় …