Today 28 May 2023
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

ঝাপসা দুচোখ

লিখেছেন: সারমিন মুক্তা | তারিখ: ২৮/০২/২০১৫

এই লেখাটি ইতিমধ্যে 1548বার পড়া হয়েছে।

কেউ কাদঁছে কেউ হাসছে
কেউ বা নিরব পাথর।
কেউ কেউ নি:শ্ব হয়ে
হয়েগেছে কাতর।
চিৎকার করে বলছে কেউ
আমার কিযে দোষ?
পেটের দায় নেমেছি পথে
কেন হয়েছি লাশ?
আমার দুঃখে সমব্যাথিত
বড় বড় নেতার মন,
টপ টপ করে পড়ছে দেখ
কতজনার চোখের জল।
কিন্তু কেউ দেশের জন্য
ভাবতে রাজি নয়,
ভাবলে বেশি তাদের আবার
ক্ষমতা হারাবার ভয়।
আমরা জনগন অসহায় এখন
জিম্মি তাদের হাতে।
কিছু বললে নাস্তিক হবো
নয়তো রাজাকার।
কার কাছে যাব কার দুয়ারে
করবো কাকে ভরসা,
হারানোর ভয়ে দুচোখ
আমার জলে হয়ে গেছে ঝাপসা।

১,৫২২ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
UDC Brance Propaitor
সর্বমোট পোস্ট: ৪৮ টি
সর্বমোট মন্তব্য: ১৬৪ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-০২-১৩ ০৩:২৯:১৬ মিনিটে
banner

৫ টি মন্তব্য

  1. হাসান ইমতি মন্তব্যে বলেছেন:

    সমকালীন অনাকাঙ্ক্ষিত বাস্তবতার হৃদয়গ্রাহী রুপায়ন … আমরা আসলেই অসহায় …

  2. অনিরুদ্ধ বুলবুল মন্তব্যে বলেছেন:

    মসসাময়িক সময়ের বাস্তব কথন। ভাবনা ভাল প্রকাশও সুন্দর।
    আর একটু সুবিন্যস্ত ও কাব্যিক হলে ভাল হতো।
    শুভেচ্ছা রইল।

  3. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

    বলার ভাষা নেই

    দিনকাল খুবই খারাপ যাচ্ছে
    কবে যে শুভদিন আসবে আমাদের

    লেখা ভাল লাগল

  4. সারমিন মুক্তা মন্তব্যে বলেছেন:

    ধন্যবাদ সবাইকে।

  5. হাসান ইমতি মন্তব্যে বলেছেন:

    অনাকাঙ্ক্ষিত বাস্তব উঠে এলো লেখায় …

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top