টাইম মেশিনে ব্যাক গিয়ার
এই লেখাটি ইতিমধ্যে 1445বার পড়া হয়েছে।
Y2K জটিলতা ছহি ছালামতে পাড়ি দেবার লোভে
তেল মবিল গ্রিজ মুখ ফসকে বেশি পড়ে গেলে
টাইম মেশিন টপ গিয়ারে উঠে গিয়েছিলো
মেগাবাইট গিগাবাইটকে চড় মেরে
টেরাবাইটের দিকে ছিনালী হাসি ছুঁড়েদিতে গিয়ে
ন্যাসডাকের নাক থ্যাবড়া হয়ে গেলো
হ্যাং হয়ে গেলো http://www.com
বনেদী দোকানগুলোর গ্রিল,সাটারেও
তেলাপোকাগন আদর্শগ্রামের গোড়াপত্তন করতেছিলো
তারপরও গিয়ার বদলের কথা মনে পড়ে নাই
গতির এমনই মহিমা
এর গুনকীর্তনের ক্ষমতা পূর্ণদাস বাউলের ঝোলার অতীত
আচানক যুগল মাথায় পড়ে বাজ !
সমগ্র মিডিয়াজগতে রাজবাড়ির বরাতে রটে গেলো
ব্রডওয়েতে আরব্যরজনী মঞ্চস্থ হয়েছে
আঘাত স্বল্পমাত্রার হলেও পার্শ্বপ্রতিক্রিয়া হলো
টাইমমেশিনে যান্ত্রিক গোলযোগে
ব্যাকগিয়ার সক্রিয় হয়ে গেলো
বেবিলনের শূন্যউদ্যান কী চমৎকার দেখা গেলো
রক্তের ভেতরে থাকা এ্যাপাচি-হন্তারক জিন
অপরের মানচিত্র খুবলে খাবার মজা লুটে নিলো
গুণীজন সাধে কি ফরমাইয়াছেন
গরীবের সুন্দরী বউ থাকতে নাই !
১,৫৭৬ বার পড়া হয়েছে
ভালই লিখেছেন!!!
আমার পছন্দ হয়েছে।
অনেক ধন্যবাদ, আপু। ভালো থাকবেন।
অন্যরকম একটি কবিতা ভাই।
আপনাকে ধন্যবাদ নিরন্তর উৎসাহের জন্য।
আসলেই অন্য রকম, ধন্যবাদ কবিকে।
আপনাকেও ধন্যবাদ। ভালো থাকবেন।
ভাল লাগল
আপনার ভালো লেগেছে জেনে আমারো ভালো লাগছে।
দারুন কবিতা
চমৎকার ছন্দ ও শব্দের খেলোয়ার
অনেক ভাল লাগা।
আপনার সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
ভালো লাগলো পড়ে বেশ
শুভ কামনা রইল