Today 28 May 2023
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

টাইলসের ঘর পরিষ্কার রাখার উপায়

লিখেছেন: মোস্তাক চৌধুরী | তারিখ: ১১/০৫/২০১৫

এই লেখাটি ইতিমধ্যে 1687বার পড়া হয়েছে।

টাইলসের ঘর দেখতে যেমন সুন্দর তেমনই কষ্টকর এটা পরিস্কার রাখা। টাইলসের রং জ্বলে ফ্যাকাসে কিংবা দৃষ্টিকটু না হয়ে যায়, সে জন্য প্রতিদিন পরিষ্কার করতে হয়। চলুন তবে জেনে নিই টাইলসের ঘর পরিষ্কারের কিছু কৌশল।

১. কোনো ধরনের কালচে দাগ যেন না হয়, সে জন্য প্রতিদিনই ঘর পানি দিয়ে মুছতে হবে।

2

২. টাইলসের ওপর যেন পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে।

৩. সাধারণত টাইলসের জোড়া লাগানো স্থানের কোনায় কোনায় ময়লা জমে কালচে দাগ পড়ে, তাই সপ্তাহে অন্তত এক দিন ডিটারজেন্ট পাউডার গোলা পানি কিংবা ফোমে সাবান বা লিকুইড ক্লিনার ব্যবহার করা যেতে পারে।

৪. রান্নাঘরের টাইলসে ময়লা পড়ার আশঙ্কা থাকে সবচেয়ে বেশি। তাই পরিষ্কারক তরল দিয়ে সব সময় কিংবা রান্নার পরপরই পরিষ্কার করে রাখতে হবে।

৫. প্রতিদিন ঘর মোছার মতো শুকনো পরিষ্কার কাপড় পানিতে ভিজিয়ে ঘরের প্রতিটি কক্ষ পরিষ্কার করে রাখতে হবে। তবে লক্ষ রাখতে হবে, পানি দিয়ে পরিষ্কার করার সময় মেঝে পিচ্ছিল হয়ে না যায়।

1

৬. তেল, চর্বিজাতীয় দাগ পড়ে টাইলস যেন নষ্ট না হয়, সে জন্য যেসব স্থানে দাগ পড়বে সঙ্গে সঙ্গে তা সাবানের পানি দিয়ে পরিষ্কার করতে হবে।

৭. দেয়ালের সিরামিক-টাইলস পরিষ্কার করার জন্য ব্যবহার করতে পারেন সুতির শুকনো কাপড়।

৮. রোগজীবাণুমুক্ত রাখতে সপ্তাহে অন্তত একবার স্যালভন পানির সঙ্গে মিশিয়ে ঘর পরিষ্কার করতে হবে।

১,৬৬৮ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
লেখালেখি করতে ভালবাসি। মাঝে মাঝে পত্রপত্রিকাতে কিছু লেখার চেষ্টা করি। আকাশ ছোঁয়া স্বপ্ন দেখার ভরসা পাই না। আমার বন্ধুও কম। কিন্তু যারা আছে তাদের জন্য সবকিছু করার মানসিকতা আমার আছে।
সর্বমোট পোস্ট: ৩৩ টি
সর্বমোট মন্তব্য: ২ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৫-১৯ ১২:৫৮:৫৪ মিনিটে
banner

৫ টি মন্তব্য

  1. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

    চমৎকার একটা

    দারুন পোষ্ট দিলনে ভাই

    শুভচ্ছো রইল

  2. অনিরুদ্ধ বুলবুল মন্তব্যে বলেছেন:

    সচেতনতামুলক পোস্ট
    ধন্যবাদ আপনাকে

  3. টি. আই. সরকার (তৌহিদ) মন্তব্যে বলেছেন:

    বেশ ভালো টিপস ! আগে তো একটা টাইলস করা বাড়ি হোক ! তারপর না হয় এর পরিচ্ছন্নতা নিয়ে ভাববো ।
    সুন্দর ও উপকারী পোস্টের জন্য ধন্যবাদ ।

  4. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

    খুব ভালো পরামর্শ !

  5. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

    সুন্দর টিপস দেয়ার জন্য ধন্যবাদ

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top