Today 28 Jul 2021
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

ঠিকানা

লিখেছেন: এম, এ, কাশেম | তারিখ: ১৯/১২/২০১৫

এই লেখাটি ইতিমধ্যে 1434বার পড়া হয়েছে।

10431554_808082869243090_2180719537835264578_n

.
তোমার নিজের কোন ঠিকানা নেই বলেই
আছে তোমার কত কত ঠিকানা
সহস্র স্নেহ-মমতায় বেড়ে উঠা পিতৃ ঠিকানা
মুছে যেতে না যেতেই
আসে ভালবাসা ভরা ঘরখানা
সোহাগী স্বামীর প্রেমময় বাহুর ঠিকানা,
স্বামী একটু এদিক সেদিক করলে
ভাই আছে না?
ভাইয়ে খেদালে – পুত্র আছে
মাথায় তোলে রাখে;
.
.
তবু কেন আফসোস তোমার জানি না
খুঁজে পেতে শুধু
নিজের একটি ঠিকানা?
.
.
অথচ এই দেখো আমি
আমার কিছুই নেই
আমার আছো তুমি
তুমিই আমার ঠিকানা,
একবার হারিয়ে গেলে তুমি
তখন আমার আর কিছুই থাকে না,
থাকে শুধু অন্ধকার – শূন্য বিছানা
নির্ঘুম রাত বিরহ বেদনা
দেবদারু ঝোপে নিঃসঙ্গ পাখীর মায়াবী গান
পৌরষের কাছে সে এক অজাত টান
আমায় টানে – শুধুই টানে;
.
.
তখন সেই টানে আমি
ঘর হারিয়ে পথ হারিয়ে পথে পথে ঘুরি
ঘুরে ফিরে পথ আমাকে
দেয় যে খোঁজে মধুর ঠিকানা
সেই যে তোমার বাহু দুইখানা
আহা ! আমার স্বাদের ঠিকানা!
ভালবাসায় সোহাগ ভরা
স্বপ্ন মধুর বিশ্বাসের আশ্বাসে গড়া
তোমার শাড়ীর আঁচলখানা
সেই যে আমার আসল-নকল
স্বপ্ন লোকের চাবির ঠিকানা
আমার সুখের-দুঃখের মধুর ঠিকানা।

১,৪৩২ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ২২২ টি
সর্বমোট মন্তব্য: ২৮০৯ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৮-২৬ ০৫:৪৪:৩৪ মিনিটে
banner

৪ টি মন্তব্য

 1. শাহানারা রশিদ ঝর্ণা মন্তব্যে বলেছেন:

  সুন্দর লেখা

 2. অনিরুদ্ধ বুলবুল মন্তব্যে বলেছেন:

  বেশ আবেশিত লেখা। ভাল লাগল কবি।
  অভিনন্দন –

 3. এম, এ, কাশেম মন্তব্যে বলেছেন:

  ধন্যবাদ।

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top