নোটিশ
তখন যদি ভে ভে করে আমায় ডাকো
লিখেছেন:
সুমাইয়া বরকতউল্লাহ্ | তারিখ: ১৬/১১/২০১৪
এই লেখাটি ইতিমধ্যে 1266বার পড়া হয়েছে।
ছড়া আমার দুষ্টু ভীষণ, খামছি দিবে
মুখ বাড়িয়ে সামনে গেলে, ঘুষি দিবে।
ছড়ার সামনে বুক ফুলিয়ে, করলে বড়াই
যায়না বলা ধুমধুমাধুম, বাধবে লড়াই।
লড়াই করে ছড়ার সাথে, পারবা না
ভাবো যদি কী আর এমন, হারবা না
আমার সাথে বাড়াবাড়ি করলে, পরে
খামছি-কিলে কামড়ে দেবে, ঘাড়ে ধরে।
তখন যদি ভে ভে করে আমায় ডাকো
একটি বারও মুখ ফিরিয়ে চাইব, নাকো।
তখন?
১,২৩৫ বার পড়া হয়েছে
লেখক সম্পর্কে জানুন | সুমাইয়া বরকতউল্লাহ্
আমি সুমাইয়া বরকতউল্লাহ্। ছাত্রী। লেখালেখি করা আমার ভীষণ পছন্দ। আমি ছড়া, গল্প লিখি। পত্রিকায় নিয়মিত লিখি।
ব্লগ আমার কাছে একটা বিশাল লাইব্রেরির মতো। অনেক কিছুই শেখা যায় এখান থেকে। ব্লগ পড়তে আমার খুব ভাল লাগে। আমি পড়ালেখার ফাঁকে ব্লগ পড়ি আর মাঝেমধ্যে লিখি। আমি আশা করি যারা ব্লগে লিখেন তাঁদের কাছ থেকে আমি অনেক কিছু শিখতে পারবো।
আমার প্রকাশিত বইঃ ৩টি। নামঃ ১) ছোট আপুর বিয়ে। সাহিত্যকাল প্রকাশনী থেকে ২০১২ সালে প্রকাশিত। ২) দুই বন্ধু ও মেকাও পাখির গল্প এবং ৩) ভূতের পেটে টুনির বাসা। এ দুটি প্রকাশিত হয়েছে ২০১৩ সালে সাহস পাবলিকেশান্স থেকে।
শিশু অধিকার রক্ষায় বিশেষ অবদান রাখার স্বীকৃতি স্বরূপ (প্রিণ্ট মিডিয়া) ৪ বার জাতিসংঘ-ইউনিসেফ-এর মীনা মিডিয়া এ্যাওয়ার্ডসহ আরো কিছু পুরষ্কার পেয়েছি।
প্রাপ্ত পুরস্কার
১. জাতিসংঘ শিশুতহবিল (ইউনিসেফ)-এর ‘মীনা মিডিয়া এ্যাওয়ার্ড’ ২০১৩ (১ম পুরস্কার)
২. জাতিসংঘ শিশুতহবিল (ইউনিসেফ)-এর ‘মীনা মিডিয়া এ্যাওয়ার্ড’ লাভ ২০০৮ (২য় পুরস্কার)
৩. জাতিসংঘ শিশুতহবিল (ইউনিসেফ)-এর ‘মীনা মিডিয়া এ্যাওয়ার্ড’ লাভ ২০০৯ (২য় পুরস্কার)
৪. জাতিসংঘ শিশুতহবিল (ইউনিসেফ)-এর ‘মীনা মিডিয়া এ্যাওয়ার্ড’ লাভ ২০১০ (২য় পুরস্কার)
৫. ’ডানো ভাইটা-কিডস’ মাসিক সাতরং’-ব্র্যাকগল্পলেখা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন পুরস্কার (২০০৯)
৬. ঐতিহ্য গোল্লাছুট প্রথম আলো গল্প লেখা প্রতিযোগিতা ২০০৭-এ অন্যতম সেরা গল্পকার পুরস্কার।
৭. প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলে আয়োজিত লেখা প্রতিযোগিতায় (২০০৭) অন্যতম সেরা লেখক পুরস্কার
৮. প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলে আয়োজিত লেখা প্রতিযোগিতায় (২০০৮) অন্যতম সেরা লেখক পুরস্কার
৯. ’চিলড্রেন্স ফিল্ম সোসাইটি-বগুড়া’ এর গল্পলেখা প্রতিযোগিতায় ২য় পুরস্কার (২০০৯)
১০. প্রথম আলোর ‘বদলের বয়ান’-এ লেখা প্রতিযোগিতায় (২০০৯) ২য় পুরস্কার
১১. আন্তর্জাতিক শিশু-কিশোর চলচ্চিত্র উৎসব ২০১০-এ গল্পলেখা পর্বে ‘অন্যতম সেরা গল্পকার’ পুরস্কার।
১২. কথাসাহিত্য কেন্দ্র পুরস্কার ২০১১ ঢাকা। ২য় পুরস্কার।
১৩. ঐতিহ্য গোল্লাছুট গল্পলেখা প্রতিযোগিতা-২০১২ অন্যতম সেরা গল্পকার পুরষ্কারসর্বমোট পোস্ট: ১৭৯ টি
সর্বমোট মন্তব্য: ৪১৩ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৫-৩০ ০৮:০৯:০৬ মিনিটে
সর্বমোট মন্তব্য: ৪১৩ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৫-৩০ ০৮:০৯:০৬ মিনিটে
২ টি মন্তব্য
ধর্ম, ধর্মীয় নেতা, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের হেয় প্রতিপন্ন করে এমন কোন লেখা লিখলে কোন কারন দর্শানো ছাড়াই লেখককে ব্যান করে দেওয়া হবে। প্রথম পেজে একজন লেখকের দুটি পোষ্ট দেওয়া যাবে না। এখানে যে কোন অরাজনৈতিক লেখা প্রকাশ করা যাবে।

আপনার অর্জিত পয়েন্ট
- অর্জিত পয়েন্ট দেখতে হলে আপনাকে লগইন করতে হবে।
এ মাসে এখন শীর্ষে আছেন
- বাহাউদ্দিন আহমেদ (৬৮৯)
- হাসান ইমতি (৪৬০)
- এস ইসলাম (২৫৫)
চলন্তিকা পরিসংখ্যান
অনলাইনে : ৪২
নিবন্ধিত লেখক: ০
অতিথি: ৪২
সর্বমোট নিবন্ধিত লেখক: ১৩০১
সর্বমোট লেখা: ৯৮৫৪
সর্বমোট মন্তব্য : ৭৫৭০৩
সেরা প্রদায়ক টিপস-৩
প্রতি মাসে ৫০০+ মন্তব্যকারী প্রতেকেই পাবেন ১০০ বোনাস পয়েন্ট।
সেরা প্রদায়ক টিপস-৪
বেশি বেশি পোস্ট করুন কারন প্রতি পোষ্টের জন্য ২০ পয়েন্ট পাবেন।
সেরা প্রদায়ক টিপস-৫
প্রতি শনি-সোম-বুধ এ চলন্তিকা উদ্যোগের ফেসবুক পেজে (https://www.facebook.com/cholontika/) একটি পোস্ট করা হবে। এটি যারা যারা নিজ নিজ ওয়ালে শেয়ার করবেন তারা সবাই ৪০ পয়েন্ট করে পাবেন। এভাবে কোন প্রদায়ক সহজেই প্রতি সপ্তাহে ১২০ পয়েন্ট, প্রতি মাসে প্রায় ৫০০ পয়েন্ট আর ছয় মাসে ৩,০০০ পয়েন্ট পেতে পারেন সহজেই!
সেরা প্রদায়ক টিপস-৬
মাসের ২৫ তারিখের মাঝে কমপক্ষে ২০টি পোস্ট করে ০১৯৭১৪৪৫৫৬৯ এ এসএমএস করে জানিয়ে দিলে ১০০ পয়েন্ট বোনাস পাবেন।
সেরা প্রদায়ক টিপস-৭
প্রতি শুক্রবার বিগত ৭ দিনের ১০০ বারের অধিক প্রদর্শিত ২০টি লেখার লেখককে লেখা প্রতি ৫ পয়েন্ট বোনাস দেওয়া হবে। তাই ফেসবুকে আপনার ওয়ালে কিংবা কোন গ্রুপে কিংবা ইমেইল এ আপনার লেখা প্রচার করতে পারেন। তাতে লেখা বেশি বেশি প্রদর্শিত হতে পারে। আর এভাবেই আপনার পয়েন্ট বাড়িয়ে নিতে পারেন।
গত ৭দিনে সর্বাধিক প্রদর্শিত
- No results available
সেরা প্রদায়ক টিপস-৮
বেশি বেশি মন্তব্য করুন কারন প্রতি মন্তব্যের জন্য ১ পয়েন্ট পাবেন।
সর্বশেষ ১০টি মন্তব্য
- এই মেঘ এই রোদ্দুর on আমি ও আমার কবিতা (কাব্যগ্রন্থ – বারুদের চাষ )
- এই মেঘ এই রোদ্দুর on তারেই বুঝি সখী ভালোবাসা কয়
- এই মেঘ এই রোদ্দুর on আমি বুঝি না রাজার নীতি
- Historicizing Ghosts: Reimagining Realities in Nineteenth Century Popular Bengali Fiction - JHI Blog on স্মৃতির পাতা থেকে (৯-২ )
- এই মেঘ এই রোদ্দুর on ওরা অন্ধ
- এই মেঘ এই রোদ্দুর on চিঠি…
- সঞ্জয় দত্ত on রেপিস্ট!!!…….
- সঞ্জয় দত্ত on রেপিস্ট!!!…….
- এই মেঘ এই রোদ্দুর on উড়িয়ে দিলাম শাড়ীর আঁচল
- vioglichfu.7m.pl on ।। জীবনের সফট কপি ।।
এই লেখকের আরও কিছু লেখা
- গল্প নিয়ে বিড়াল হাঁটে কীশের ফিজিক্স পড়া!
- বিড়ালছানার বিয়ে
- আযব কথা গুজব হয়ে ঘুরছে চারিদিক
- আর ফোটে না হাসি
- নতুন টিচার
- তেঁতুলভূত
- আন্ডাসহ হাঁসটা সেদিন…
- লারা আপুর পাইলট হওয়ার গল্প
- দুটি পাখি
- গাধা গাধা গাধা
এ ধরনের আরও কিছু লেখা
© চলন্তিকা উদ্যোগ 2023
চলন্তিকার উদ্যোগতারা হলেন- মুহাম্মদ আনোয়ারুল হক খান (বিফার্ম, এমবিএ), এমরান গনি (বিফার্ম, এমপিএইচ), শিহাব হাসান (পিএইচডি), অলিউর রহমান এমএসসি ইন কম্পিউটার সাইন্স) ও নূর-ই-জান্নাত (এমএসসি ইন জুয়োলজি)সাইট টি ডেভেলপ করেছেন:
মোঃ আনিসুর রহমান ভুইয়া
আপু আমার তো ভয় লাগছে, যদি খামছি মারে!
আপু খুব ভালো হয়েছে।
বাব্বা ছড়ারে নিয়া ছড়া ভাল লাগল আপি