নোটিশ
তবু রাতের আলো নিভে যাক
এই লেখাটি ইতিমধ্যে 1391বার পড়া হয়েছে।
তবু রাতের আলো নিভে যাক। বৃষ্টি নামুক আকাশ জুড়ে। আঁধারে ঢেকে যাক পৃথিবী।জমে থাকা দীর্ঘঃশ্বাসে খুঁজে নিব বিষন্ন রাতের কোলে লুকানো মায়াবী চাঁদের নির্ঘুম হাঁসি।সাদা পায়রাগুলো বসে আছে চুপচাপ । রাতের আঁধারে নেমে আসুক পায়রাগুলো সফেদ ডানা মেলে- ওই আকাশ ছোঁয়া অট্রালিকা ছেড়ে।শান্তির পায়রাগুলো মানবতার অপমৃত্যু চায়নি কখনো।রাতের আলো নিভে গেলেই স্বপ্নেরা আমাকে জাপটে ধরবে। দুঃস্বপ্নেরা আজকাল কাবু করতে পারেনা আমায়। প্রতিক্ষায় থাকি প্রতি বিষন্ন রাতে আর একটি নতুন স্বপ্নের-শৃঙ্খলিত মানবতা আবারও উঠবে জেগে বিশুদ্ধ জ্যামিতিক ছকে।তবু রাতের আলো নিভে যাক।বৃষ্টি নামুক আকাশ জুড়ে। প্রিয় ভূমে ফুটুক মানবতার নতুন ফুল।একটি নতুন স্বপ্নের প্রত্যাশায় নীলাভ আলোয় জেগে থাকি রাতের প্রহর গুনে।তবু রাতের আলো নিভে যাক।
১,৩৬৭ বার পড়া হয়েছে
একটি নতুন স্বপ্নের প্রত্যাশায় নীলাভ আলোয় জেগে থাকি রাতের প্রহর গুনে।
রাতের প্রহর শেষ হয়ে যেন সুন্দর নতুন প্রভাত আসে।
শান্তির পায়রা উড়ুক বাংলার ভূমিতে। সবার প্রত্যাশা এইত
ভাল লাগল কবিতা।
বেশ কাব্যিক উপস্থাপনা, ভাল লাগল কবি।
সুন্দর হয়েছে। বানান: প্রতিক্ষায়>প্রতীক্ষায়
কবি বুলবুল ভাই র সাথে সহমত