Today 31 May 2023
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

তবু রাতের আলো নিভে যাক

লিখেছেন: শওকত আলী বেনু | তারিখ: ১৫/১১/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 1391বার পড়া হয়েছে।

তবু রাতের আলো নিভে যাক। বৃষ্টি নামুক আকাশ জুড়ে। আঁধারে ঢেকে যাক পৃথিবী।জমে থাকা দীর্ঘঃশ্বাসে খুঁজে নিব বিষন্ন রাতের কোলে লুকানো মায়াবী চাঁদের নির্ঘুম হাঁসি।সাদা পায়রাগুলো বসে আছে চুপচাপ । রাতের আঁধারে নেমে আসুক পায়রাগুলো সফেদ ডানা মেলে- ওই আকাশ ছোঁয়া অট্রালিকা ছেড়ে।শান্তির পায়রাগুলো মানবতার অপমৃত্যু চায়নি কখনো।রাতের আলো নিভে গেলেই স্বপ্নেরা আমাকে জাপটে ধরবে। দুঃস্বপ্নেরা আজকাল কাবু করতে পারেনা আমায়। প্রতিক্ষায় থাকি প্রতি বিষন্ন রাতে আর একটি নতুন স্বপ্নের-শৃঙ্খলিত মানবতা আবারও উঠবে জেগে বিশুদ্ধ জ্যামিতিক ছকে।তবু রাতের আলো নিভে যাক।বৃষ্টি নামুক আকাশ জুড়ে। প্রিয় ভূমে ফুটুক মানবতার নতুন ফুল।একটি নতুন স্বপ্নের প্রত্যাশায় নীলাভ আলোয় জেগে থাকি রাতের প্রহর গুনে।তবু রাতের আলো নিভে যাক।

১,৩৬৭ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
লেখালেখি করি।সংবাদিকতা ছেড়েছি আড়াই যুগ আগে।তারপর সরকারী চাকর! চলে যায় এক যুগ।টের পাইনি কী ভাবে কেটেছে।ভালই কাটছিল।দেশ বিদেশও অনেক ঘুরাফেরা হলো। জুটল একটি বৃত্তি। উচ্চ শিক্ষার আশায় দেশের বাইরে।শেষে আর বাড়ি ফিরা হয়নি। সেই থেকেই লন্ডন শহরে।সরকারের চাকর হওয়াতে লেখালেখির ছেদ ঘটে অনেক আগেই।বাইরে চলে আসায় ছন্দ পতন আরো বৃদ্বি পায়।ঝুমুরের নৃত্য তালে ডঙ্কা বাজলেও ময়ূর পেখম ধরেনি।বরফের দেশে সবই জমাট বেঁধে মস্ত আস্তরণ পরে।বছর খানেক হলো আস্তরণের ফাঁকে ফাঁকে কচি কাঁচা ঘাসেরা লুকোচুরি খেলছে।মাঝে মধ্যে ফিরে যেতে চাই পিছনের সময় গুলোতে।আর হয়ে উঠে না। লেখালেখির মধ্যে রাজনৈতিক লেখাই বেশি।ছড়া, কবিতা এক সময় হতো।সম্প্রতি প্রিয় ডট কম/বেঙ্গলিনিউস২৪ ডট কম/ আমাদেরসময় ডট কম সহ আরো কয়েকটি অনলাইন নিউস পোর্টালে লেখালেখি হয়।অনেক ভ্রমন করেছি।ভালো লাগে সৎ মানুষের সংস্পর্শ।কবিতা পড়তে। খারাপ লাগে কারো কুটচাল। যেমনটা থাকে ষ্টার জলসার বাংলা সিরিয়ালে। লেখাপড়া সংবাদিকতায়।সাথে আছে মুদ্রণ ও প্রকাশনায় পোস্ট গ্রাজুয়েশন।
সর্বমোট পোস্ট: ২০৩ টি
সর্বমোট মন্তব্য: ৫১৯ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৬-১৭ ০৯:২৪:৩১ মিনিটে
banner

৪ টি মন্তব্য

  1. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

    একটি নতুন স্বপ্নের প্রত্যাশায় নীলাভ আলোয় জেগে থাকি রাতের প্রহর গুনে।

    রাতের প্রহর শেষ হয়ে যেন সুন্দর নতুন প্রভাত আসে।

  2. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

    শান্তির পায়রা উড়ুক বাংলার ভূমিতে। সবার প্রত্যাশা এইত

    ভাল লাগল কবিতা।

  3. অনিরুদ্ধ বুলবুল মন্তব্যে বলেছেন:

    বেশ কাব্যিক উপস্থাপনা, ভাল লাগল কবি।
    সুন্দর হয়েছে। বানান: প্রতিক্ষায়>প্রতীক্ষায়

  4. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

    কবি বুলবুল ভাই র সাথে সহমত

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top