“তাওয়াফ করুক সুখের ফেরিওয়ালা”
এই লেখাটি ইতিমধ্যে 1267বার পড়া হয়েছে।
নিরন্তর বর্ষিত হোক শান্তির বারি তোমার ছায়াপথে।
কুসুমাস্তীর্ণ হোক জীবনের গালিচা;বিরামহীন আনন্দে থাকো মেতে।
কিরণের আভায় হাসুক নীল আসমান ;অবাঞ্ছিত হোক অলক্ষ্মীর কালো ছায়া।
আলোর দূত অরুণের পরশ;অনির্বাণ জ্বলুক পথের দিয়া।
ভেজালাম তোমার দিগন্ত আশীর্বাদের জলে;মঙ্গলের লাল তিলকে গগন।
হৃদয়ের সাত রঙে এঁকে দিলাম রংধনু-আমার শুভাশিষের নিঃস্বার্থ তোরণ।
কাঁধে ঝুলাইনি তো বিনিময়ের শর্তে কোনো স্বার্থপরতার থলে।
তাই তো আজও বাষ্পীভূত হয়নি প্রেম-বাহুডোরে থাকনি বলে।
সুক্ষ্ম কৌশলে বুনিনি কোনো স্বার্থপরতার জাল।
তাই তো ঢেকে যায়নি অপ্রাপ্তির কুহেলিকায় প্রেমের সকাল।
দূরে থেকেই ভালবাসতে চেয়েছি;যেমন ভালবাসি ঐ চন্দ্র।
উষ্ণ আলিঙ্গনে বাহু বন্ধনে চাইনি স্পর্শের আনুগত্য।
ভালবেসেও নির্লিপ্ত ছিলাম;বিবেকের ফিতা মেপে রেখেছিলাম দূরত্ব।
জোর করে আপন সুখ চাইনি;তাই তো করিনি আপন ইচ্ছের দাসত্ব।
বরং তুমি-ই কাছে এসেছ;অগ্রাহ্য করেছ বাধার দেয়াল।
তোয়াক্কা করনি বারণ-নিষেধ;পূজা করেছ আপন ইচ্ছের খেয়াল।
এতো কাছে এসেছিলে;ঐশ্বরিক পবিত্র বন্ধন।
আবার স্বেচ্ছায় ঘটালে আপন খেয়ালে বন্ধনের বিবর্তণ।
চলে গেছ তুমি বহুদুরে-না ফেরার শক্ত নিয়ত।
জানি না কেন সাজিয়েছিলে তবে এতো ছলনার পরত?
তবুও তোমার বলয়ে তাওয়াফ করুক সুখের ফেরিওয়ালা।
দূর হতে প্রার্থনা মোর সুনজরে দেখুক মাওলা।
১,৩১৫ বার পড়া হয়েছে
নিরন্তর বর্ষিত হোক শান্তির বারি তোমার ছায়াপথে।
কুসুমাস্তীর্ণ হোক জীবনের গালিচা;বিরামহীন আনন্দে থাকো মেতে।
কিরণের আভায় হাসুক নীল আসমান ;অবাঞ্ছিত হোক অলক্ষ্মীর কালো ছায়া।
আলোর দূত অরুণের পরশ;অনির্বাণ জ্বলুক পথের দিয়া।
আপনার কবিতায় অনেক ভাষা শব্দের অলংকরণ বন্কিম যুগীয়।ক্লাসিকাল।আমার বোঝার জন্য একটু কঠিন।তবে ভাল লিখেছেন সন্দেহ নেই।কোন অসুবিধা নাই আপনি আপনার ষ্টাইলে লিখতে থাকুন সবসময়।ধন্যবাদ কবিতার জন্য।
জটিল ভাবের কবিতা । ভাল লাগল । শুভ কামনা ।
কঠিন কোবতে…… মানুষ এমন কেন ভালবাসলে চলে যায় গা কেন অসহ্য
সুন্দর হয়েছে।
বেশ লাগলো ভাই ।
অনেক ভালো লাগলো ।
ভুলের বন্ধন ছিন্ন করে চলে যায় যদি প্রিয় জন
কেঁদো না কেঁদো না কবি শক্ত করো আপন মন।
ধন্যবাদ সবাইকে।