নোটিশ
তারেই বুঝি সখী ভালোবাসা কয়
এই লেখাটি ইতিমধ্যে 1040বার পড়া হয়েছে।
যে সুবাসে মোহময় করে হৃদয়ের প্রতি ইঞ্চি,
তারেই বুঝি সখী ভালোবাসা কয়।
যে দহনে উজ্জ্বল করে হৃদয়ের প্রতি টুকরো,
তারেই বুঝি সখী ভালোবাসা কয়।
যে ব্যাথায় শুধুই স্বস্তির নিঃশ্বাস জড়ানো থাকে,
তারেই বুঝি সখী ভালোবাসা কয়।
যে পূর্ণতায় শুধুই অপূর্ণতার নির্যাস মেশানো থাকে,
তারেই বুঝি সখী ভালোবাসা কয়।
সখী …
আমিও সেই ভালোবাসা চাই দুমুঠো ভরে,
আমিও সেই ভালোবাসা দিবো দুচোখ নীড়ে,
আমিও সেই ভালোবাসা হবো দুটো মন জুড়ে।
১,০১৮ বার পড়া হয়েছে
খুব সুন্দর