Today 01 Dec 2021
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

তুমিও ভালবাসো

লিখেছেন: দীপঙ্কর বেরা | তারিখ: ০১/০৭/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 1226বার পড়া হয়েছে।

আমার জন্য ঘেমে নেয়ে বদ্ধ রান্না ঘরে

কাজের লোক আসে নি

তাই খাওয়ার আয়োজন করছ দেখেও

আমি স্নানে যাওয়ার আগে তোমাকে জড়িয়ে

‘ভালোবাসি’ বলেই ফেললাম ।

জানি তুমি না চাইলেও যদি হাসো

আমি ঠিক বুঝে নেব তুমিও ভালোবাসো ।

 

সারাদিন কর্মক্লান্ত হয়ে বাড়ি ফিরেই

ঘরের নানান কাজে হাত লাগাতে

তোমার বিরক্তি ঝরে পড়ছে ,

বারে বারে ঘটি বাটির মত নানা ঠুং ঠাং আওয়াজ

আর আমি জড়িয়ে ধরে চাইছি আদর ;

জানি তুমি না চাইলেও যদি ‘যাও তো’ বলেই ফেল

আমি ঠিক বুঝে নেব তুমিও ভালোবাসো ।

 

আমি আর যাব না তোমারই জন্য

যুগ যুগ এভাবেই চলতে থাকব ।

-০-০-০-

১,২৬৭ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
বাংলা ভাষাকে আমি খুব ভালোবাসি । আসুন সবাই বাংলা খুব পড়ি আর লিখি শিখি ।
সর্বমোট পোস্ট: ৩৫০ টি
সর্বমোট মন্তব্য: ৪১৭৩ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-০৬-১১ ১৫:১৮:২২ মিনিটে
banner

১৪ টি মন্তব্য

 1. সাখাওয়াৎ আলম চৌধুরী মন্তব্যে বলেছেন:

  সত্যই ভালবাসার মিষ্টি মুহূর্ত গুলো এমনই হওয়া চায়। চমৎকার উপস্থাপন।

 2. তৌহিদুল ইসলাম ভুঁইয়া মন্তব্যে বলেছেন:

  অসাধারণ সরল ভালোলাগা ভালোবাসার কবিতা, অনেক শুভেচ্ছা রইলো।

 3. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  অনেক ভাল লাগা

 4. প্রহেলিকা মন্তব্যে বলেছেন:

  শুভেচ্ছা সহ শুভকামনা রইল কবি বন্ধু।

 5. আরজু মূন মন্তব্যে বলেছেন:

  আমি স্নানে যাওয়ার আগে তোমাকে জড়িয়ে
  ‘ভালোবাসি’ বলেই ফেললাম ।
  জানি তুমি না চাইলেও যদি হাসো
  আমি ঠিক বুঝে নেব তুমিও ভালোবাসো ।

  অদ্ভূত!!! ভালবাসা বুঝতে পারার এই বুঝি টেকনিক। মজা পেলাম কবিতায়। অনেক অনেক শুভেচ্ছা কবিতায়। ভাল থাকবেন ভাই।

 6. সারমিন মুক্তা মন্তব্যে বলেছেন:

  আমি বুঝে নিব তুমিও ভালবাসো৤ দারুন৤

 7. মোঃ নিউশা মন্তব্যে বলেছেন:

  ভাল লেগেছে

 8. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  ভালো লাগলো পড়ে

  সুন্দর লিখনী

  শুভ কামনা রইল

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top