নোটিশ
তুমি কি আগের মত আছো
এই লেখাটি ইতিমধ্যে 3882বার পড়া হয়েছে।
বলেছিলে কোন এক নিরব লগ্নে
তুমি বদলাবে না
বদলাবে না কোন মুহুর্তে।
পৃথিবী বদলে যাবে
তারপর ও বদলাবেনা তুমি
কারন তোমার পৃথিবী নাকি আমি।
অথচ সেই জায়গা
সেই আমি সব একি আছে,
পৃথিবীর তার গতিতেই চলছে।
দিনের শেষে রাত
আর রাতের শেষে দিন আসছে।
শুধু তুমি বদলে গেছো
ভুলে গেছো অতিত,
নিভিয়ে দিয়েছো হাজারো
স্বপ্নের প্রদ্বীপ।
তাই জানতে ইচ্ছে করে
এখনো কি বলবে,
তুমি আগের মত আছো?
৩,৮১১ বার পড়া হয়েছে
ভাল লাগল ক্থা মালা
শুভ কামনা রইল
ভাল লিখেছেন। প্রকাশও ভাল , তবে বানানে আর একটু যত্ন প্রয়োজন।
শুভেচ্ছা রইল –
সব কিছু আগের মতই থেকে
বাট শুধু মানুষটাই আগের মত থাকেনা।
দারুন…..///
মানুষ এমনই শুধু বদলে যায়
ভাল লাগল