নোটিশ
তুমি ছিলে আছ থাকবে
এই লেখাটি ইতিমধ্যে 1664বার পড়া হয়েছে।
তুমি চলে গেছো বলে ভাসিনী চোখের জলে
হেসেছি এই ভেবে তুমিতো আছো সুখে।
তুমি চলে গেছো তাই স্বপ্ন গেছে উড়ে
বলেছি তারে স্বপ্ন ওরে তুই চলে যা
ঐ স্বপ্নওলীর চোখে।
যদি ও ভালবাসার অনলে
পুড়েছি নিরবে।
তারপর ও খুজি তোমারে
আলোতে আধাঁরে,
তুমি ছিলে তুমি আছো, তুমি থাকবে,
আমার হৃদয় পূজাঁর ঘরে।
১,৬৩২ বার পড়া হয়েছে
ভাল লাগল কবিতাটি । শুভ কামনা । ভাল থাকুন ।
অসম্ভব সুন্দর কবিতা ।
বিরহ আমার সবসময় ভাল লাগে।
”তুমি ছিলে তুমি আছো, তুমি থাকবে,
আমার হৃদয় পূজাঁর ঘরে”
কেউ হারিয়ে যায় না
ভাল লাগল,কবি। ভাল থাকুন ।
তুমি ছিলে তুমি আছো, তুমি থাকবে,
আমার হৃদয় পূজাঁর ঘরে।
খুব সুন্দর অভিব্যক্তি, অনেক শুভ কামনা।
অনেক সুন্দর লিখেছেন আপি
সত্যি তুমি ছিলে আছো থাকবে আমাদের হৃদয়ে
……………………
ভাল ভাবনার প্রয়াস
শুভ কামনা
শুভ সকাল
দারুণ কাব্যিক হয়েছে।
ভাল লাগা নিয়ে গেলাম ভালবাসা দিয়ে