নোটিশ
তুমি জানতে কি চাও
এই লেখাটি ইতিমধ্যে 1092বার পড়া হয়েছে।
তুমি জানতে কি চাও
কেন রাত জেগে
কবিতা লিখি?
তুমি জানতে কি চাও
কেন তোমাকে নিয়ে
এখনও ভাবি?
তুমি জানতে কি চাও
কেন কেঁদে কেঁদে
বুক ভাসাই?
তুমি জানতে কি চাও
কেন হৃদয়ের মাঝে
বাজে হাহাকারের সুর?
তুমি জানতে কি চাও
কেন তোমাকে নিয়ে
ঘরবাঁধার স্বপ্ন দেখি?
তুমি জানতে কি চাও
কেন তোমাকে ছাড়া
অন্য কাউকে ভাবতে পারি না?
তাহলে শুন-
আমি যে এখনও তোমাকে
মন প্রাণ দিয়ে ভালোবাসি
শুনেছ?
আমি তোমাকে ভালোবাসি।
ভালোবাসি, ভালোবাসি ভালোবাসি…
১,১৪৮ বার পড়া হয়েছে
তুমি কি জানতে কি চাও
কেন কেঁদে কেঁদে
বুক ভাসাই?
আমি চাইনা কারণ আমিও কাঁদি ।
ভাল লাগল ।
ধন্যবাদ।
ওয়াহ!!! কি সুন্দর… রোমান্টিক কবিতা। সাধারন শব্দের বুনটে অসাধারন প্রেমকাব্যের তাজমহল।
শাওন ভাই ধন্যবাদ।
ভালবাসার সুন্দর একটি কবিতা,ভাই!
ধন্যবাদ।
হুম…….. ভালবাসা আছে বলেই জীবন সুন্দর
ভাল লাগল
ধন্যবাদ ভাই।
ছমৎকার
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,ভেরি নাইস
পড়ে ভাল লাগলো
খুব সুন্দর লিখণি