নোটিশ
তুমি থাকো অধরা
এই লেখাটি ইতিমধ্যে 1310বার পড়া হয়েছে।
কাঙ্ক্ষিত হীরকবিকেল পাইনে খুঁজে
নীলান্ত-আকাশ দেয় ফাঁকি যথারীতি
ছুটে যাই দিগন্তে
ছোঁবো বলে তাকে
সে হয় আলেয়া
পাইনে ছোঁয়া তার।
মেঘ গুরুগুরু বৃষ্টিটাও যায় থেমে আচম্বিত
চৌচির আমার উঠোন
জল জল – অপার হাহাকার।
যূথীকা-বনে তুমি
উচাটন আলতা পায়ে
ভাঙ্গা- কাঁচ -মুখো সীমানাপ্রাচীর
সগর্ব দাঁড়িয়ে
তোমার আমার মাঝ বরাবর
দেয় না পেতে স্পর্শ তোমার।
বিমুগ্ধ-চোখ ডাকে তোমায়
তুমি থাকো শুধু অধরা।
১,২৯১ বার পড়া হয়েছে
মন চায় কিন্তু পায় না ।
বেশ
ভাল লাগল
ধন্যবাদ দীপ দাদা
ভাল লাগা রইল প্রিয় পরান ভাই…
ধন্যবাদ প্রিয়
ভাল লাগল কবিতাটি । শুভ কামনা ।
আন্তরিক ধন্যবাদ জানবেন
অসম্ভব ভাল লাগা রইল
অনেক আন্তরিক ধন্যবাদ প্রিয় এই মেঘ এই রোদ্দুর ।
শুভেচ্ছা