নোটিশ
তুমি
এই লেখাটি ইতিমধ্যে 1399বার পড়া হয়েছে।
১
পেখম মেলে ময়ূর নাচে
এখন নাচি আমি
দূর্বা ঘাসে শিশির নাচে
আমার চোখে তুমি!
২
মিটিমিটি তারার আলো
এই না হলে
জমে ভালো?
৩
আকাশ ফুঁড়ে বিজলি
বাতি
কেমনে কাটাই আঁধার
রাতি!
১,৩৭৯ বার পড়া হয়েছে
ছন্দময় অনবদ্য লেখা
খুব ভাল লাগল
Excellent brother.
ভাই, এম, এ, কাশেম, আমার মনে হয় ইংরেজিতে মন্তব্য করা যায় না।
জসীম উদ্দীন মুহম্মদ ভাই ভালো লাগলো আপনার ছড়া কবিতা, ধন্যবাদ, ভালো থাকুন।
অনেক মিষ্টি প্রথমটা। বাকিগুলোও ভাল লাগল।
অণু তিনটি একসাথে হলেও কিন্তু সুন্দর কবিতা হয়ে উঠে!
ভাল লাগল বেশ।
শুভেচ্ছা কবিকে –