নোটিশ
তোকে নিয়ে পদ্য
এই লেখাটি ইতিমধ্যে 1071বার পড়া হয়েছে।
ভিঞ্চি তোকে দেখেনি আর দেখেনি এন্জেলো;
বেচারাদের কপাল খারাপ তোর কি এলো গেলো ?
ইচ্ছে মতো আঁকবো তোকে গড়বো মনের মতো
কূল পাবেনা মোনালিসা,ডেভিড শত শত !
১,১৯৮ বার পড়া হয়েছে
এই লেখাটি ইতিমধ্যে 1071বার পড়া হয়েছে।
ভিঞ্চি তোকে দেখেনি আর দেখেনি এন্জেলো;
বেচারাদের কপাল খারাপ তোর কি এলো গেলো ?
ইচ্ছে মতো আঁকবো তোকে গড়বো মনের মতো
কূল পাবেনা মোনালিসা,ডেভিড শত শত !
১,১৯৮ বার পড়া হয়েছে
চার লাইনের অপূর্ব কবিতা।
অনেক ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন।
চার লাইনের কবিতা ভাল লাগল।
আপনাকেও ধন্যবাদ। শুভেচ্ছা।
কৃতজ্ঞতা।
অনেক ধন্যবাদ।
বাহ! আঁকতে থাকুন মনের সুখে
হার মানুক মোনালিসা, ডেভিড……………..
অনু কাব্য সুন্দর এঁকেছেন।
অনেক ধন্যবাদ।
প্রিয়তমার যে ছবি মনের গভীরে আঁকা হয় তা মোনালিসার চেয়েও সুন্দর!
ভাল লাগা।
অনেক ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন।
ভাল লাগল
অনেক ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন।
ক্ষুদ্র কাব্য খুব ভাল লাগল । আপনার মঙ্গল কামনা করছি ।
অনেক ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন।
অপূর্ব।
অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
কাউকে একবার মনের মত
লাগে যদি ভালো,
মোনালিসা থাক দূরে থাক
সবি দেখি কালো।
এনে যদি দাও গো মোরে
স্বর্গ থেকে পরী,
চাইনা ওসব হুরপরী আর
চাইনা সুন্দরী।