Today 30 Nov 2022
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

তোকে বলছি

লিখেছেন: সারমিন মুক্তা | তারিখ: ২৫/১১/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 1969বার পড়া হয়েছে।

হ্যা তোকে নিয়ে লিখছি
আর তোকেই বলছি,
কেন অযথাই রেগে যাস কারন ছাড়া
তুইতো জানিস তুই ছাড়া আমি দিশেহারা।
ঝগড়া করবি তো কর
তবু আমায় তুই করিস না পর।
পর করলে ভাঙ্গবে আমার ছোট্ট মনের ঘর
অবেশেষে সইবে কি বল ঘর ভাঙ্গা ঐ ঝড়।
কষ্ট যদি একা পেতাম বলতাম না কিছু
তুই ওতো কষ্ট পাবি ঘুরবি আমার পিছু।
অভিমানি কেন তুই ধরিস এতো বায়না
তোকে ফেলে কোথায় আমার মনটা যেতে চায়না।

১,৯৪১ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
UDC Brance Propaitor
সর্বমোট পোস্ট: ৪৮ টি
সর্বমোট মন্তব্য: ১৬৪ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-০২-১৩ ০৩:২৯:১৬ মিনিটে
banner

৫ টি মন্তব্য

 1. জসিম উদ্দিন জয় মন্তব্যে বলেছেন:

  কবিতাটি ভালো লেগেছে। কবিতাটির প্রতিটি লাইনে একটি আবেদন আছে। ভালোবাসার মানুষটি উপর ।

 2. সারমিন মুক্তা মন্তব্যে বলেছেন:

  ধন্যবাদ জসিম ভাই।

 3. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

  আমার নিকট, খুবি সুন্দর, অসাধারণ লেগেছে।
  সারমিন আপু সর্বদা সুখে কাটুক আপনার জীবন।

 4. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  আশা করি সব ঠিক হয়ে যাবে।

  কবিতা ভাল লাগল।

 5. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  ::::::::::::::::::::::::::::::
  :::::::::::::::::::::::::::::;;

  ভালো লাগলো পড়ে ‘
  থাকলো শুভ কামনা

  শুভ সন্ধ্যা

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top