নোটিশ
তোকে বলছি
এই লেখাটি ইতিমধ্যে 1815বার পড়া হয়েছে।
হ্যা তোকে নিয়ে লিখছি
আর তোকেই বলছি,
কেন অযথাই রেগে যাস কারন ছাড়া
তুইতো জানিস তুই ছাড়া আমি দিশেহারা।
ঝগড়া করবি তো কর
তবু আমায় তুই করিস না পর।
পর করলে ভাঙ্গবে আমার ছোট্ট মনের ঘর
অবেশেষে সইবে কি বল ঘর ভাঙ্গা ঐ ঝড়।
কষ্ট যদি একা পেতাম বলতাম না কিছু
তুই ওতো কষ্ট পাবি ঘুরবি আমার পিছু।
অভিমানি কেন তুই ধরিস এতো বায়না
তোকে ফেলে কোথায় আমার মনটা যেতে চায়না।
১,৭৮৯ বার পড়া হয়েছে
কবিতাটি ভালো লেগেছে। কবিতাটির প্রতিটি লাইনে একটি আবেদন আছে। ভালোবাসার মানুষটি উপর ।
ধন্যবাদ জসিম ভাই।
আমার নিকট, খুবি সুন্দর, অসাধারণ লেগেছে।
সারমিন আপু সর্বদা সুখে কাটুক আপনার জীবন।
আশা করি সব ঠিক হয়ে যাবে।
কবিতা ভাল লাগল।
::::::::::::::::::::::::::::::
:::::::::::::::::::::::::::::;;
ভালো লাগলো পড়ে ‘
থাকলো শুভ কামনা
শুভ সন্ধ্যা