Today 28 Sep 2021
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

তোমাকে বলছি

লিখেছেন: মোঃ ওবায়দুল ইসলাম | তারিখ: ২০/১১/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 1093বার পড়া হয়েছে।

তোমাকে বলছি
– মোঃ ওবায়দুল ইসলাম।

কন্টকাকীর্ণ পথে রক্তাক্ত দেহে চলছি ব্যস্ত
অভিসারে,গেরস্তের দ্বার বেয়ে তোমার সম্মুখস্থ
রাস্তা দিয়ে। তুমি গৈরিক ছন্দে – আন্দন্দে হেসে
বললে – “একটু বিলম্বিত হোক যাত্রা ” ভালবেসে।

পরস্পরকে আকঁড়ে ধরে টিকে আছে পিরামিডের
পাথরগুলো,অস্তিত্বমান দূর্ভেদ্য প্রাচীর ইস্টক চীনের।
আমি (অবোধ) ও থাকব ঘিরে – যে আমাকে আকড়ে
ধরে; যেন নিউটনের গতির তৃতীয় সুত্রে।

কৃপনের কৃপনতার বদৌলতে বর্ধিত চুরি
দেশ কর্তার অগ্রাহ্যে দীপিত অশান্তির ঝুড়ি,
তেম্নি প্রমিজ রক্ষিত গৃহিতার
আত্মপ্রত্যয় ধীচিত্তে। যেম্নি আপণ নন্দন ভ্রাতার।

সুখালয়, নিমহাওলা
১৯/০৪/২০০৬

১,১৬৬ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
নাম : মো: ওবায়দুল ইসলাম শিক্ষাগত যোগ্যতা : এল এল. বি ; বি.এ (১ম ); এম.এ (বাংলা) । পেশা : সহকারী ব্যবস্থাপক (বানিজ্যিক) , বেঙ্গল ইন্ডিগো লি: ভাই বোন : ২ ভাই, ৩ বোন। ঠিকানা: সুখালয়, নিমহাওলা, ঝালকাঠী - ৮৪১০। ইমেইল : obayedtanubd@gmail.com
সর্বমোট পোস্ট: ৪৫ টি
সর্বমোট মন্তব্য: ২৪২ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৭-২৭ ১১:৫৪:৫৭ মিনিটে
banner

১০ টি মন্তব্য

 1. তাপসকিরণ রায় মন্তব্যে বলেছেন:

  ভাল লেগেছে–দু এক জাগায় এডিট করার আছে।

 2. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

  বুঝলাম আমাকে যে বলছেন।

 3. শ্যাম পুলক মন্তব্যে বলেছেন:

  সুন্দর লেখা। উপমাগুলো আমার অনেক পছন্দ হয়েছে।
  প্রকাশভঙ্গিও অসাধারণ।

  অনেক ভাল লাগল, দাদা।
  শুভকামনা রইল।

 4. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

  রাস্তা দিয়ে। তুমি গৈরিক ছন্দে – আন্দন্দে হেসে
  বললে – “একটু বিলম্বিত হোক যাত্রা ”
  ভালবেসে।
  আন্দন্দে=আনন্দে হবে বুঝি ।

 5. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  অসম্ভব ভাল লাগল
  খুব সুন্দর

 6. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  বেশ ছন্দময়

  লিখা ভালো লাগলো পড়ে

  দারুন ,,,,,,,,,,,,,,,,,,,,,,,

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top