Today 25 Sep 2022
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

“তোমার মত মৃত্যুও আমাকে ভালবাসে না”

লিখেছেন: Abdullah Al Noman | তারিখ: ১১/১১/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 1245বার পড়া হয়েছে।

তোমার মত মৃত্যুও আমাকে ভালবাসে না
আলিঙ্গন করে না নিবিঢ় আবেশে।
তোমার মত মৃত্যুও আমার দুঃখ বুঝে না
টেনে নেয় না নির্ঝঞ্ঝাট নিরব ওরশে।

এক সময় তোমার জন্য ছিলাম তীর্থের কাকের মত
আজ মৃত্যুও আমার কাছে তেমন আরাধ্য।
এক সময় তোমা’তে ছিলাম মোহগ্রস্থ
আজ মৃত্যু’র প্রেমে আমি আবদ্ধ।
কিন্তু মৃত্যুও তোমার মত আমাকে ভালবাসে না
বারংবার সে করে মিথ্যে অভিনয়।
পশম বরাবর এসেও আবার ফিরে যায়
ঘটে না চরম মুহূর্তের প্রণয়।

জগত ভুলে তোমার প্রেমে’তে মজেছিলাম
আজ আমি তেমন মৃত্যু’রএকগুঁয়ে প্রেমিক।
মৃত্যু’কে একান্তে পেতে অধৈর্য ব্যাকুল আমি
মৃত্যু’র সহিত আর কিছু’তে করি না শিরিক।
দীর্ঘ দু’পঞ্জিকা গুণে গুণে জমেছে এতোটা প্রেম
আজ মৃত্যু’র প্রেমে টইটুম্বুর আমার জলাধার।
তবুও মৃত্যু তশরিফ আনে না আমার ঘাটে
পাশ ঘেঁষে খুঁজে নেয় অন্যের দরবার।
অতি আবেগি যুবক প্রেমিকের মত নির্লজ্জ দাঁড়িয়ে থাকি
কখন আসবে এই পথে মৃত্যু।
দিন গড়িয়ে আবার নতুন দিন আসে
আমার প্রেমিকা আসে না কিন্তু।
পার করেছিতার অপেক্ষায়গত দুই সৌর বর্ষ
কখন দিবে মৃত্যু তার শীতল চুম্বন।
মৃত্যুও তোমার মত আমাকে ভালবাসে না
শুধু করে আমার অনুভূতি ভক্ষণ।

মৃত্যুও তোমার মত খুব ছলাকলা জানে
সব দেয়াল ভেঙ্গে চলে আসে চুলসম নৈকট্যে।
তোমার মত ঠুনকো অজুহাত পেশ করে আবার ফিরে যায়;
দূর থেকে বিজয়ের হাসি হাসে অট্টে।
তবুও আমি মৃত্যুকে অকল্পনীয় ভালবাসি
যেমন ভালবাসতাম তোমাকে।
মৃত্যু যদি একবার কবুল করে নিতো আমার ভালবাসা
তবে চির বিদায় দিতাম এই ধরা’কে।

তুমি আমাকে কখনই ভালবাসনি
তবুও যদি মৃত্যু’র কাছে করতে আমার জন্য সুপারিশ।
তবে অকুণ্ঠ চিত্তে রেখে যেতাম তোমার জন্য
কৃতজ্ঞার অক্ষয় ওয়ারিশ।

১,২১৯ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
ছোট্ট একটি গ্রহের চারদিকে নক্ষত্রের ভালবাসার আবর্তন...
সর্বমোট পোস্ট: ১৭৭ টি
সর্বমোট মন্তব্য: ২৬৬ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৭-২৫ ১২:০৫:৫৬ মিনিটে
banner

৪ টি মন্তব্য

 1. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

  খুব সুন্দর, ভাল লাগলো কবি, ভাল থাকুন।

 2. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

  একটু বড় তবে সুন্দর লেখা

 3. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  এমন কামনা করা উচিত না। অনেকদিন বেঁচে থাকুন শুদ্ধতায়।

  কবিতা দুখজনক তবে ভাল হয়েছে।

 4. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  কাব্যতা ইজ ফাইন অনেক ভালো লাগলো
  দারুন লিখণী

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top