নোটিশ
তোমার হাতে সুখ-সমুদ্রের শাপলা-শালুক
এই লেখাটি ইতিমধ্যে 1218বার পড়া হয়েছে।
এই তো আমি হাত পেতেছি তোমার কাছে
এ হাত ছুঁয়েই বৃষ্টি নামে,বর্ষা আসে।
দাবানলের ভাগ্যে চিরকাল আগুন লেখা থাকে
সৌভাগ্যে কখনও জল-লেখা হয়
বৃষ্টি রেখার অযুত পাকে।
কর্মরেখায় কখনও শামুক,কখনও ঝিনুক
মুক্তো হাসে তরলিত স্পন্দনে।
তোমার হাতে সুখ-সমুদ্রের শাপলা-শালুক
দাও ছড়িয়ে মানবতার বন্ধনে।
*
১,৩২৭ বার পড়া হয়েছে
‘‘তোমার হাতে সুখ-সমুদ্রের শাপলা-শালুক‘’
কবিতার নামটি ছোট হলে ভালো হতো।
নামটা ভাল লেগেছে তাই দিয়েছি, তবে নামটি ” তোমার হাতে” হলেও বেমানান হত না।
ধন্যবাদ ভাই।
চমৎকার কথা ।
ধন্যবাদ ভাই।
বাহ, কবিতা অনেক সুন্দর হয়েছে তুষার ভাই।
ধন্যবাদ ভাই। ভাল থাকবেন।
খুব সুন্দর হয়েছে কবিতা… ভাল লাগলো।
অশেষ ধন্যবাদ ভাল থাকবেন।
অনেক সুন্দর হয়েছে তুষার ভাই।
অশেষ ধন্যবাদ শান্ত ভাই।