তোমায় নিয়ে কবিতা
এই লেখাটি ইতিমধ্যে 2215বার পড়া হয়েছে।
বহুদিন হলো-
তোমাকে নিয়ে লেখা হয়না কবিতা,
লেখা হয়না কোন গল্প।
কলমের খোঁচায় জর্জরিত হয়না,
ডায়েরির পাতায় স্মৃতিগুচ্ছ।
আজ তাই লেখতে বসলাম-
তোমাকে নিয়েই একটি কবিতা,
যার নামটি এখনো অজানা।
শেষের দুই-এক চরনেই হয়তো,
এর নামটি রয়েছে গাঁথা।
তুমি হয়তো জানোইনা
তোমাকে নিয়েই লেখছি এই কবিতা,
তোমাকেই ভাবছি এ নিশিথে।
খুব করে বড্ড তোমাকে-
মিস করছি মনেতে মনেতে।
তুমি এখন গভীর ঘুমে
ভাবছো হয়তো আমাকে নিয়েই,
কেমন করে অভিমান ভাঙ্গিয়ে-
ভালোবাসি শুনতে পাবে।
ঠিক যখনই তুমি স্বপ্নে বিভোর,
তখনই আমি তোমাতে বিভোর।
তোমার আচ্ছন্ন ভালোবাসায় সুদূর-
ঐ অজানা তোমার পথে হাঁটছি বহুদূর।
ভাবছি তুমি আলতো ছুঁয়ে বলছো,
ফিসফিসিয়ে কানের মাঝে-
ভালো যে আমায় বাসো,
বুকের মাঝে গভীর পরশে-
আকড়ে ধরে রাখো।
এরপর ম্লান বুকেতে হৃদয় পরশে,
উৎফুল্ল ঐ দুই নয়নে চেয়ে থাকা।
আর ক্ষণিক বাদেই হারিয়ে যাওয়া,
ভালোবাসার স্বপ্নের ছবি আঁকা।
অভিমান ভেঙে যায় অনায়াসেই,
তোমার ঘুমিয়ে যাওয়া নিষ্পাপ চোখে।
একাকী চুপসে থাকি তোমায় ভেবেই,
তোমাকে যে বড্ড মিস করি।
ইদানিং তোমার ঘুম বেড়ে গেছে,
মিস করি তাই খুব বেশি করে।
এতো কল আর মেসেজ-
তারপরও গভীর ঘুমে তুমি,
দম বন্ধ হয়ে, হয়ে যাই আধমরা আমি।
আমার ভাবনার জগৎ সত্য হলে,
কতোই ভালো হতো!
ইচ্ছে হলেই ছুটে যেতাম,
তোমার খুব কাছে।
স্বপ্নডানায় ভর করেছে ভালোবাসা যতো,
অর্থ দিয়ে হিসেব হলে অমূল্য ধন হতো।
দিয়েছি তোমায় অমূল্য ধন,
পুষছি মনে যতো-
হিসেব চাইনা একটুও আমি,
দিলাম তোমায় কতো?
প্রতিদানে শুধু চাই যে আমি,
ভালোবাসা যতো-
আবাদ তোমার হৃদয় নীড়ে,
ফসল ফলায় যতো।
পাগলী হয়ে পাগলটাকে,
আগলে বুকের মাঝে-
ছাড়বিনা সেই মায়ার বাঁধন,
সকাল-সন্ধ্যা-সাঁঝে।।
২,১৭১ বার পড়া হয়েছে
বাব্বা এত্ত ভালবাসা
সুন্দর