Today 28 Jul 2021
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

দক্ষিণা বাতাস

লিখেছেন: রাজিব সরকার | তারিখ: ১৩/০৭/২০১৫

এই লেখাটি ইতিমধ্যে 1177বার পড়া হয়েছে।

গভীর রাতে দক্ষিণা বাতাসে
মন জুড়ে ব্যথারা কাদে,
ঠিক তখনি বৃষ্টি নামে মিষ্টি সুরে
রিমিঝিমি আওয়াজ তোলে,
সবাই তখন ঘুমের ঘোরে
শুধু একলা আমি জেগে।
সবাই কেমন ঘুমের ঘোরে
দিচ্ছি পাড়ি সময়টারে,
আমার সাথে যেজন জাগে
সে আজ অনেক দূরে।
অন্ধকারে জ্বলবে আলো
মন আমার ভাসবে ভালো,
দক্ষিণা হাওয়ায় মনটা জুড়ায়
মনে হয় তুমি কাছেই আমার।
হঠাৎ আকাশে বজ্রপাত
হঠাতেই তুমি নেই,
পূর্ণ করেছ অন্য জীবন
আমার জীবন ছেড়ে।

১,১৬৬ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ১৭১ টি
সর্বমোট মন্তব্য: ২৪৪ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৮-৩০ ১৬:১৭:৫০ মিনিটে
banner

৫ টি মন্তব্য

 1. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  দারুন ;;;;;;;
  ভালো লাগলো পড়ে

 2. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  খুব সুন্দর। অওনেক ভাল লাগা রইল

 3. টি. আই. সরকার (তৌহিদ) মন্তব্যে বলেছেন:

  হুম, কবিতা ভালো হয়েছে ! তবে ছন্দগুলি কেমন যেন খেই হারিয়ে ফেলেছে বলে মনে হচ্ছে ! কিছু কিছু জায়গায় ছন্দ লেগেছে, আবার কিছু কিছু জায়গায় মনে হয় লাগেনি !
  তবুও সুন্দর । শুভেচ্ছা জানাই কবিকে ।

 4. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

  খুব সুন্দর।

 5. রাজিব সরকার মন্তব্যে বলেছেন:

  ধন্যবাদ ………

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top