Today 01 Dec 2022
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

দাঁড় টানা নৌকায় প্রশান্ত মহাসাগর পাড়ি তরুণীর

লিখেছেন: সৃজনী মণ্ডল | তারিখ: ২৬/০৯/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 1181বার পড়া হয়েছে।

1

দাঁড় টানা নৌকায় প্রশান্ত মহাসাগর পেরনোর বিরল নজির স্থাপন করলেন ব্রিটিশ তরুণী সারা আউটেন। জাপান থেকে যাত্রা শুরু করেছিলেন। ঝড়ঝাপটা সামলে সোমবার আলাস্কা পৌঁছলেন তিনি।

লন্ডন থেকে যাত্রা শুরু করে লন্ডনে ফিরে যাওয়া। বিমানে নয়, গাড়িতে নয়। পুরোপুরি মানবিক ক্ষমতায়।

কখনো সাইকেলে, কখনো বা রোয়িং করে। সারা আউটেনের পরিকল্পনার পোশাকি নাম ‘লন্ডন টু লন্ডন’। এই অ্যাডভেঞ্চারের একটা ধাপ তিনি পেরিয়েছেন সোমবার। রোয়িং করে প্রশান্ত মহাসাগর পেরিয়ে।

এর আগে ২০১০-১২ সালে একবার চেষ্টা করেছিলেন। কিন্তু, সামুদ্রিক ঝঞ্চায় সেবার তাঁর বোটটি মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়েছিল। জাপানের উপকূলরক্ষীরা তাকে উদ্ধার করেছিলেন।

এ বছর নতুন বোট নিয়ে ফের অ্যাডভেঞ্চারে ঝাঁপিয়ে পড়েন সারা। এবার তিনি সফল। সোমবার আলাস্কার আদাকে পৌঁছেছেন তিনি। যদিও যাত্রা এখনও অসমাপ্ত। এরপর লন্ডনে ফেরার জন্য ফের একবার নৌকা ভাসাবেন সারা। তবেই শেষ হবে তার বিশ্বভ্রমণ।

এরআগে ২০০৯ সালে রোয়িং করে ভারত মহাসাগর পেরিয়ে ইতিমধ্যেই গিনিস বুকে নাম তুলে ফেলেছেন এই ব্রিটিশ তরুণী।

১,২৩৭ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ১৯ টি
সর্বমোট মন্তব্য: ০ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৯-২৫ ১২:২৮:৪৭ মিনিটে
banner

৭ টি মন্তব্য

 1. এম, এ, কাশেম মন্তব্যে বলেছেন:

  আমি ও চিন্তা করছি এ রকম কিছু করার জন্য
  তবে নৌকোয় নয়, সাঁতার কেঠে।

 2. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

  চমত্‍কার লিখেছেন তো !
  ভাল লাগা জানিয়ে দিলাম ।

 3. এ টি এম মোস্তফা কামাল মন্তব্যে বলেছেন:

  মানুষের সামর্থ্য কতটা পৌঁছাতে পারে এটা তার একটা দারুন নজির।

 4. তুষার আহসান মন্তব্যে বলেছেন:

  নতুন কিছু তুলে ধরার জন্যে আপনাকে ধন্যবাদ,
  পোস্টে ভাল লাগা+

 5. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

  অন্যরকম স্বাদ পেলাম।

 6. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  অন্য ধরনের স্বাদ পেলাম
  আমির ভাইয়ে সাথে সহমত

  শুভ সকাল

 7. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

  বেশ ব্যাপার তো

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top