নোটিশ
দিগন্তের স্বন্ধানে
এই লেখাটি ইতিমধ্যে 1296বার পড়া হয়েছে।
একটি নতুন পৃথিবী অামায় দেবে তুমি?
দেখাবে একটি সুর্যম্লান হওয়া গোধুলী
পুর্ণিমার খ খ অালোর অালোকিত রাত
কুয়াশায় ঢাকা স্বল্প অালোর প্রভাত?
একটি নতুন ভোর অামায় দেবে তুমি?
কান পেতে শুনবো পাখির কলবর
দেখাবে লাল সূর্য্যের সোনালী সকাল
গরম চা ভরতি পেয়ালা-দুটি বিস্কুট?
একটি নতুন দিগন্তের স্বন্ধান দেবে তুমি?
কষ্টের প্রবাস থেকে অামায় নেবে ডেকে
দেবে মুক্তি প্রবাস নামক কারাগার থেকে
জড়াবে কি কভু তোমার সংসার অাঁচলে?
১,২৭৫ বার পড়া হয়েছে
“একটি নতুন ভোর অামায় দেবে তুমি?
কান পেতে শুনবো পাখির কলবর
দেখাবে লাল সূর্য্যের সোনালী সকাল
গরম চা ভরতি পেয়ালা-দুটি বিস্কুট? ”
কবির প্রকাশ ভঙ্গি অসাধারণ –
ভাল লাগল বেশ। শুভেচ্ছা জানবেন।
কবিতা চমৎকার লিখেছেন