Today 20 May 2022
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

দিনটি হোক শুভ

লিখেছেন: জসিম উদ্দিন জয় | তারিখ: ১৬/০৫/২০১৫

এই লেখাটি ইতিমধ্যে 1470বার পড়া হয়েছে।

5555 images

— জসিম উদ্দিন জয় —

উঠোন জুড়ে আলোর নাচন
রাতের তারা দ্রুব,
রাত পোহালেই প্রথম আলো
দিনটি হোক শুভ।
প্রভাত আলোয় প্রভাত ফেরী
বাতাস বহে শুদ্ধ,
খোটে খাওয়া মানুষ গুলোর
শুরু হয় যুদ্ধ ।
রবি উঠে পূর্ব আকাশে
নতুন সম্ভাবনা নিয়ে,
দিনটি হোক সবার জন্য
শুভ কামনা দিয়ে ।

১,৪৬০ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ১২৫ টি
সর্বমোট মন্তব্য: ৩৬৪ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-১১-১১ ০২:৫৩:৪৯ মিনিটে
banner

৮ টি মন্তব্য

 1. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  আমি আমরা ও চাই দিনটি হোক শুভ

  আপনাকে শুভেচ্ছা ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

 2. অনিরুদ্ধ বুলবুল মন্তব্যে বলেছেন:

  সুন্দর প্রভাতি কবিতা পড়লাম। শুভেচ্ছা জানাই কবিকে –
  বানান :দ্রুব রবী পুর্ব

 3. এস এম আব্দুর রহমান মন্তব্যে বলেছেন:

  ছড়াটি ভাল লাগলো । “রবি উঠে পূর্ব আকাশে” না দিয়ে “রবি উঠে পূর্বাকাশে”দিলে ছন্দ পতন ঘটতো না এবং মাত্রাও ঠিক থাক্তো । তা ছাড়া ‘পূর্ব’ ‘রবি’ বানান ঠিক আছে । শুভ কামনা ভাল থাকুন ।

 4. টি. আই. সরকার (তৌহিদ) মন্তব্যে বলেছেন:

  বেশ ভালো লাগলো ছন্দময় কবিতা । আব্দুর রহমান ভাইয়ের পরামর্শটা গ্রহণ করলে মন্দ হয় না ! শুভেচ্ছা জানবেন ।

 5. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

  খুব সুন্দর

 6. মাজেদ হোসেইন মন্তব্যে বলেছেন:

  অশুভ কে দুরে ঠেলে ডেকে আনি শুভ
  তাহলেই আসবে প্রথম আলো

  ছন্দময় কবিতা ভাল লাগলো অনেক…শুভেছা অবিরত।

 7. দ্বীপ সরকার মন্তব্যে বলেছেন:

  অনেক সুন্দর।

 8. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  দিনটি হোক শুভ

  ভাল লাগল

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top