Today 01 Dec 2022
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

দুঃখগুলো সুখ হয়ে যায় মনে

লিখেছেন: বিএম বরকতউল্লাহ্ | তারিখ: ২১/১০/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 1364বার পড়া হয়েছে।

ঈদের পরে এলাম ফিরে বাসায়
কেমন আছেন বলেন দেখি সবাই,
কাটলো কেমন ত্যাগ মহিমার ঈদ
কতটুকুন কে করেছেন জবাই।

কয়েক জনের দুঃখ ছিল জানা
হাতে টেনে নিলাম আপন করে,
আমার মনে ছিল যত সুখ
বিলিয়ে দিলাম সবার ঘরে ঘরে।

দুঃখ-ব্যথা নিয়েছি যতটুকুন
সেগুলো আজ সুখ হয়েছে মনে,
ইচ্ছে হলেই হাত বাড়িয়ে তাই
বিলিয়ে দিতে পারি জনে জনে।

১,৪৩৪ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
@ লেখালেখি করি সেই ছোটোবেলা থেকেই। বাবার কাছে হাতেখড়ি। বাবা লিখে আমাকে পড়াতেন। আর আমি লিখে বাবাকে দেখাতাম। তালে তালে তালাতালি! জাতীয় দৈনিকে, রেডিওতে আর্টিকেল, ফিচার, রম্য ও ছড়া লিখতাম একসময়। তারপর শিশুতোষ গল্পের প্রতি ঝুকে পড়ি। ছড়া লিখি মাঝে মধ্যে। @ প্রকাশিত গ্রন্থঃ ছয়টি। @ প্রাপ্ত পুরষ্কারঃ জাতিসংঘ (ইউনিনসেফ) কর্তৃক আয়োজিত দেশব্যাপী বড়োদের গ্রুপে গল্পলেখা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে "মীনা মিডিয়া এ্যাওয়ার্ড ২০১১" লাভ করি। @ পেশাঃ চাকরি। @ পেশাগত কারণে ব্যস্ততার মধ্যেই কাটে সময়। এরই মধ্যে সময় করে লেখালেখি করার চেষ্টা করি। প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়াতে নিয়মিত লিখছি। লেখায় গতানুগতিক চিন্তা-চেতনার পরিবর্তে স্বকীয়তার ছাপ রাখার চেষ্টা করি। ব্লগে লিখে অনেক আনন্দ পাই। প্রিয় পাঠকদের মন্তব্য, পরামর্শ ও উপদেশ আমার লেখালেখির মতো সৃজনশীল কাজে শুধু অণুপ্রেরণাই যোগায় না; নিজেকে পরিশুদ্ধ ও লেখার উৎকর্ষ সাধনে যথেষ্ট ভূমিকা রাখে।
সর্বমোট পোস্ট: ২৮ টি
সর্বমোট মন্তব্য: ১৬৭ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৫-২৯ ১১:৫১:৫৪ মিনিটে
banner

৫ টি মন্তব্য

 1. মিলন বনিক মন্তব্যে বলেছেন:

  চমৎকার..ঈদের প্রকৃত আনন্দ এখানেই…
  আমার মনে ছিল যত সুখ
  বিলিয়ে দিলাম সবার ঘরে ঘরে।

 2. খাদিজাতুল কোবরা লুবনা মন্তব্যে বলেছেন:

  চমৎকার…

 3. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

  ভাল আছি। আপনি ভালতো?

 4. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

  বাড়িতে যেতে পারিনি , বাবা মায়ের সাথে ঈদ করতে পারিনি ।
  আপনি বলেন তো কেমন আছি ?

 5. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  দুঃখ-ব্যথা নিয়েছি যতটুকুন
  সেগুলো আজ সুখ হয়েছে মনে,
  ইচ্ছে হলেই হাত বাড়িয়ে তাই
  বিলিয়ে দিতে পারি জনে জনে।

  সুন্দর কবিতা ভাল লাগল

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top