নোটিশ
“দুঃখের হার”
এই লেখাটি ইতিমধ্যে 1212বার পড়া হয়েছে।
কত অশ্রু ঝরেছে দু’নয়নে
কাহারে তাহা বলি?
হৃদয় কুঠিরে অগ্নি চোষনে
বিরহ যাতনায় জ্বলি।
আপন সীমানায় বন্দি হয়ে
নিরবে দুঃখ বিলাস।
আপন মৃত্তিকায় গর্ত খুঁড়ে
করেছি আত্ম তালাশ।
কত নিশিথে নিশ্চুপ ধ্যানে
পড়েছি মনের পাতা।
লাল কালির চরম চুম্বনে
বেদনার গল্প গাঁথা।
কাউকে আজও হয়নি বলা
মুখবন্ধ সেই ডায়রী।
মলাটের গায়ে সময়ের ধুলা
রঙ বদলে খয়েরি।
মুখস্থ আমার প্রতিটি ছত্র
আপন হাতে লিখা।
কল্পনার আয়নায় দেখি নিত্য
দুঃখ ছবি আঁকা।
দেখানো হয়নি আজও কাউকে
বুকের গভীর ক্ষত।
মনের গুহায় ঝিকির হেঁকে
দুঃখ সাধনায় ব্রত।
কত ভিজেছে চোখের কার্নিশ
কত গেছে শুকিয়ে।
কত করেছি আলগা বার্নিশ
রেখেছি সব লুকিয়ে।
যায় না কাউকে শরিক করা
কিছু দুঃখের ভার।
যার দুঃখ তার মাপে গড়া
দুঃখের গলার হার।
১,২৮৪ বার পড়া হয়েছে
ভাল লাগল কবিতাটি । শুভ কামনা ।
ভাল লিখেছেন ভাই। অনেক শুভ কামনা।
যায় না কাউকে শরিক করা
কিছু দুঃখের ভার।
যার দুঃখ তার মাপে গড়া
দুঃখের গলার হার।
ঠিকই বলেছেন ভাই যার দূঃখ তার মাপেই গড়া।
ভাল লগল ভাই কবিতাটি। অনেক ধন্যবাদ।
দেখানো হয়নি আজও কাউকে
বুকের গভীর ক্ষত।
মনের গুহায় ঝিকির হেঁকে
দুঃখ সাধনায় ব্রত।
কত ভিজেছে চোখের কার্নিশ
কত গেছে শুকিয়ে।
কত করেছি আলগা বার্নিশ
রেখেছি সব লুকিয়ে।
এই পঙ্কিটুকু অসাধারন লেগেছে । ধণ্যবাদ সুন্দর কবিাতার জন্য ।
দুঃখ যাতনা আপনার মাঝে সবাই লুকিয়ে রাখতে পারেনা । যারা পারে তারা বড় ধৈর্য্যশীল ।
দোলন ভাই আপনার সকল কবিতার মাঝে এটা একটি অন্যতম মনে হল । এটা একান্ত আমার মত ।
অসংখ্য লেগেছে ভাল ।
কিছু দু:খ কখনো শেয়ার করা যায় না। কবিতা অনেক ভাল লাগল
ভাল লাগল কবিতাটি । শুভ কামনা ।