Today 25 Sep 2022
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

দুঃখ

লিখেছেন: এ হুসাইন মিন্টু | তারিখ: ০৪/০৯/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 1647বার পড়া হয়েছে।

তোমার রূপে দেওয়ানা সবে

বাতাসে বিলিয়ে বেড়ায় বাহারি উপমা

অমাবস্যার কালোতীরে আমার বাড়ি

আপন ঘরের শত্রুর মতো আলো আমার সত্ মা।

 

মন্দের বেলায় দ্বন্ধ সবার

অসুন্দরের প্রতি কারো টান নেই লোভ নেই

যে যে নামেই ডাকুক তোমায়

আমি দুঃখ বলেই ডাকবো

কারণ দুঃখের চেয়ে আপন আমার আর কেউ নেই ।

 

বলো, তুমি আমার দুঃখ হবে ?

কাটা ঘাঁ-এ নুণের ছিঁটার মতো অসহ্য দুঃখ

দিবস ছোঁয়ায় বিলীন হয়ে যাওয়া রজনীর মতো দুঃখ ।

১,৭৬৩ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
পুঁজিবাদের এই জমানায় কলম আমার পুঁজি চেনা মানুষের ভিড়ে আমি অচেনা মুখ খোঁজি,, কলমে ভর করে দাড়ানোর প্রচেষ্টায় রত এক শব্দ শ্রমিক । লেখকের প্রকাশিত বইসমূহঃ- কাব্যগ্রন্থ-জীবন নদীতে খরা উপন্যাস-অশ্রু, নরক ও প্রচ্ছায়া ।
সর্বমোট পোস্ট: ৯৮ টি
সর্বমোট মন্তব্য: ১২৫০ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৬-২৬ ১২:২৭:৩১ মিনিটে
banner

১৩ টি মন্তব্য

 1. এম, এ, কাশেম মন্তব্যে বলেছেন:

  ভাল কাবিতা
  ভাল লেগেছে…………………………..

 2. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

  আপনাকেও দেখছি আমার মতো অনিয়মিত হয়ে যাইতে।

 3. এ টি এম মোস্তফা কামাল মন্তব্যে বলেছেন:

  ভালো লাগলো ভাইয়া। তবে মজার বিষয় আমার সর্বশেষ লেখা (এখন প্রথম পাতায় আছে) আর আপনার এ লেখার শিরোনাম একই !

 4. রোদের ছায়া মন্তব্যে বলেছেন:

  বাহ খুব ভালো লাগলো। একই নামের আরও একটি কবিতা এই মাত্র পড়লাম, কবিতা দুটির নাম এক হলেই বিষয় ভিন্ন ।খুব সুন্দর লিখেছেন দুঃখগাঁথা।

 5. মিলন বনিক মন্তব্যে বলেছেন:

  বলো, তুমি আমার দুঃখ হবে ?
  কাটা ঘাঁ-এ নুণের ছিঁটার মতো অসহ্য দুঃখ…বাহ! চমৎকার উপমা…ভালো হয়েছে…

 6. এ টি এম মোস্তফা কামাল মন্তব্যে বলেছেন:

  মিন্টু ভাই, এ মাসে আপনাকে কম সক্রিয় দেখতে পাচ্ছি !

 7. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

  যে যে নামেই ডাকুক তোমায়
  আমি দুঃখ বলে ডাকব

  আমি একমত । ভাল থাকবেন প্রত্যাশা রইল ।

 8. এ হুসাইন মিন্টু মন্তব্যে বলেছেন:

  ধন্যবাদ

 9. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

  দুঃখের পরেই সুখ আসে।

 10. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

  দুঃখের কোনো নাইরে সীমারেখা
  নাইরে কোনো রং
  দুঃখের আমি নাম দিয়েছি
  নর্মসখা সং।

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top