নোটিশ
দুঃস্বপ্ন
এই লেখাটি ইতিমধ্যে 1678বার পড়া হয়েছে।
——এভাবেই কেটে গেল দিনকে দিন। হুশ নেই।
অতঃপর?
অতঃপর তারা ভাবলো-
কাকের মাংশ খেয়ে যাচ্ছে ক্ষুধার্ত দ্রোহী কাকেরা
ভূখণ্ড দাঁড়িয়ে আছে নেংটা সাধুদের প্রেমের ফাঁদে
জনতার রোষানলে প্ইাক পেয়াদা লাপাত্তা
ঘেন্নায় রক্তবমি ঢেলে দিচ্ছে পূণ্যস্নাত প্রাসাদে।
অতঃপর?
নগরে জাহাজ ছুটে এলো সুনামির সমুদ্র প্লাবনে।এবার
হিজরাদের লাঠি মিছিল-
তারাও অবাধ যৌন সুখ পেতে চায় নিরবে। শুরু হয়
কুহেলিকার অন্ধকারে বাজিকরদের আনাগোনা।
অতঃপর?
দুর্দান্ত শিকারি এক বওলা ঈগল সবকিছু বদলে দিলো
হিংস্র উন্মাদনায় গর্ত চিড়ে ফুঁসে উঠে নাদুস-নুদুস নাগ।
এদের হুশ ফিরেছে অবশেষে।
ভূখণ্ড ঘিরে এখন কাঁটাতারের জাল।
অভিষেকের ঢেউয়ে রাজ্য একাকার।
১,৬৬১ বার পড়া হয়েছে
besh laglo … suveccha
আপনাকেও শুভেচ্ছা
সুন্দর লিখেছেন
শুভেচ্ছা রইলো রোদ্দুর। ভালো থাকুন
অনেক সুনদর লেখা , ভাল থাকবেন কবি।
স্বতঃস্ফূর্ত ও সাবলীল লেখনী।
অনেক ভাল লাগা রইল কবি।
শুভেচ্ছা ও ভালবাসা –
সাবলীল লেখা
বেশ সুন্দর সাবলিল লিখা
মুগ্ধকর