Today 25 Mar 2023
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

দুঃস্বপ্ন

লিখেছেন: শওকত আলী বেনু | তারিখ: ১৮/০২/২০১৫

এই লেখাটি ইতিমধ্যে 1678বার পড়া হয়েছে।

——এভাবেই কেটে গেল দিনকে দিন। হুশ নেই।
অতঃপর?
অতঃপর তারা ভাবলো-
কাকের মাংশ খেয়ে যাচ্ছে ক্ষুধার্ত দ্রোহী কাকেরা
ভূখণ্ড দাঁড়িয়ে আছে নেংটা সাধুদের প্রেমের ফাঁদে
জনতার রোষানলে প্ইাক পেয়াদা লাপাত্তা
ঘেন্নায় রক্তবমি ঢেলে দিচ্ছে পূণ্যস্নাত প্রাসাদে।

অতঃপর?
নগরে জাহাজ ছুটে এলো সুনামির সমুদ্র প্লাবনে।এবার
হিজরাদের লাঠি মিছিল-
তারাও অবাধ যৌন সুখ পেতে চায় নিরবে। শুরু হয়
কুহেলিকার অন্ধকারে বাজিকরদের আনাগোনা।

অতঃপর?
দুর্দান্ত শিকারি এক বওলা ঈগল সবকিছু বদলে দিলো
হিংস্র উন্মাদনায় গর্ত চিড়ে ফুঁসে উঠে নাদুস-নুদুস নাগ।

এদের হুশ ফিরেছে অবশেষে।
ভূখণ্ড ঘিরে এখন কাঁটাতারের জাল।
অভিষেকের ঢেউয়ে রাজ্য একাকার।

 

১,৬৬১ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
লেখালেখি করি।সংবাদিকতা ছেড়েছি আড়াই যুগ আগে।তারপর সরকারী চাকর! চলে যায় এক যুগ।টের পাইনি কী ভাবে কেটেছে।ভালই কাটছিল।দেশ বিদেশও অনেক ঘুরাফেরা হলো। জুটল একটি বৃত্তি। উচ্চ শিক্ষার আশায় দেশের বাইরে।শেষে আর বাড়ি ফিরা হয়নি। সেই থেকেই লন্ডন শহরে।সরকারের চাকর হওয়াতে লেখালেখির ছেদ ঘটে অনেক আগেই।বাইরে চলে আসায় ছন্দ পতন আরো বৃদ্বি পায়।ঝুমুরের নৃত্য তালে ডঙ্কা বাজলেও ময়ূর পেখম ধরেনি।বরফের দেশে সবই জমাট বেঁধে মস্ত আস্তরণ পরে।বছর খানেক হলো আস্তরণের ফাঁকে ফাঁকে কচি কাঁচা ঘাসেরা লুকোচুরি খেলছে।মাঝে মধ্যে ফিরে যেতে চাই পিছনের সময় গুলোতে।আর হয়ে উঠে না। লেখালেখির মধ্যে রাজনৈতিক লেখাই বেশি।ছড়া, কবিতা এক সময় হতো।সম্প্রতি প্রিয় ডট কম/বেঙ্গলিনিউস২৪ ডট কম/ আমাদেরসময় ডট কম সহ আরো কয়েকটি অনলাইন নিউস পোর্টালে লেখালেখি হয়।অনেক ভ্রমন করেছি।ভালো লাগে সৎ মানুষের সংস্পর্শ।কবিতা পড়তে। খারাপ লাগে কারো কুটচাল। যেমনটা থাকে ষ্টার জলসার বাংলা সিরিয়ালে। লেখাপড়া সংবাদিকতায়।সাথে আছে মুদ্রণ ও প্রকাশনায় পোস্ট গ্রাজুয়েশন।
সর্বমোট পোস্ট: ২০৩ টি
সর্বমোট মন্তব্য: ৫১৯ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৬-১৭ ০৯:২৪:৩১ মিনিটে
banner

৮ টি মন্তব্য

  1. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

    সুন্দর লিখেছেন

  2. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

    অনেক সুনদর লেখা , ভাল থাকবেন কবি।

  3. অনিরুদ্ধ বুলবুল মন্তব্যে বলেছেন:

    স্বতঃস্ফূর্ত ও সাবলীল লেখনী।
    অনেক ভাল লাগা রইল কবি।
    শুভেচ্ছা ও ভালবাসা –

  4. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

    সাবলীল লেখা

  5. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

    বেশ সুন্দর সাবলিল লিখা

    মুগ্ধকর

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top