নোটিশ
দু:খ
এই লেখাটি ইতিমধ্যে 1386বার পড়া হয়েছে।
রাত্রির শব্দহীন শরীরে
নিজস্ব নিয়মে নেচে যায়
রূপবতী বৃষ্টি
রিমঝিম নাচের মুদ্রায়
নিয়ে যায় পাতালের নাচঘরে
নিটোল অন্ধকারের দীর্ণ বুকে
বিজলীর রূপালী শরীর
আভূমি উলঙ্গ করে পৃথিবীকে
জমাট আসর শেষে
বের হয় পৃথিবীর ধূলিহীন দেহ
আঁচলের বাতাসে বেয়াড়া ডালপালা
বিতাড়িত হয় পরাশ্রয়ী কীটের মতো
অথচ এ বৃষ্টি
আমাদের মনের কালিমা
জন্মান্ধ স্বার্থপরতা
হিংসার গভীর ক্ষত
কোন কিছু পারে না যে
ধুয়ে মুছে নিতে !
১,৪৮৫ বার পড়া হয়েছে
রাত্রির শব্দহীন শরীরে
নিজস্ব নিয়মে নেচে যায়
রূপবতী বৃষ্টি…
অনন্য সুন্দর সব শব্দের গাঁথুনি…ভালো লাগলো….
অনেক ধন্যবাদ দাদা। আপনার সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
খুব সুন্দর। আর এই কথাগুলো ও মনে হয় ঠিকই বলেছেন
”অথচ এ বৃষ্টি
আমাদের মনের কালিমা
জন্মান্ধ স্বার্থপরতা
হিংসার গভীর ক্ষত
কোন কিছু পারে না যে
ধুয়ে মুছে নিতে !”
পারলে তো সব কালিমা মুছেই যেতো!!
আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
কবিতটা পড়ে আমার কিন্তু বেশ ভাল লেগেছে।
কবিতা আপনার ভালো লেগৈছে জেনে আমারো ভালো লাগছে।
ভাল লেগেছে কবিতা।
অনেক ধন্যবাদ,দাদা। ভালো থাকবেন।
সুন্দর কবিতা
ভালো লাগলো
চালিয়ে যান +++++++++++++++++++++++
আপনার ভালো লাগা জানাবার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।
দুঃখের কথা ভাল লাগল।
কপালে যার দুঃখ আছে লেখা
লি করে সে কাটবে সীমারেখা !
ভালো লাগলো কবি