Today 21 May 2022
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

দু:খ

লিখেছেন: এ টি এম মোস্তফা কামাল | তারিখ: ০৫/০৯/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 1386বার পড়া হয়েছে।

রাত্রির শব্দহীন শরীরে
নিজস্ব নিয়মে নেচে যায়
রূপবতী বৃষ্টি
রিমঝিম নাচের মুদ্রায়
নিয়ে যায় পাতালের নাচঘরে
নিটোল অন্ধকারের দীর্ণ বুকে
বিজলীর রূপালী শরীর
আভূমি উলঙ্গ করে পৃথিবীকে
জমাট আসর শেষে
বের হয় পৃথিবীর ধূলিহীন দেহ
আঁচলের বাতাসে বেয়াড়া ডালপালা
বিতাড়িত হয় পরাশ্রয়ী কীটের মতো
অথচ এ বৃষ্টি
আমাদের মনের কালিমা
জন্মান্ধ স্বার্থপরতা
হিংসার গভীর ক্ষত
কোন কিছু পারে না যে
ধুয়ে মুছে নিতে !

১,৪৮৫ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ১৭২ টি
সর্বমোট মন্তব্য: ১৩৫২ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৬-০৫ ০২:৫৫:১৯ মিনিটে
banner

১৩ টি মন্তব্য

 1. মিলন বনিক মন্তব্যে বলেছেন:

  রাত্রির শব্দহীন শরীরে
  নিজস্ব নিয়মে নেচে যায়
  রূপবতী বৃষ্টি…
  অনন্য সুন্দর সব শব্দের গাঁথুনি…ভালো লাগলো….

 2. রোদের ছায়া মন্তব্যে বলেছেন:

  খুব সুন্দর। আর এই কথাগুলো ও মনে হয় ঠিকই বলেছেন
  ”অথচ এ বৃষ্টি
  আমাদের মনের কালিমা
  জন্মান্ধ স্বার্থপরতা
  হিংসার গভীর ক্ষত
  কোন কিছু পারে না যে
  ধুয়ে মুছে নিতে !”
  পারলে তো সব কালিমা মুছেই যেতো!!

 3. আলামগীর কবির মন্তব্যে বলেছেন:

  কবিতটা পড়ে আমার কিন্তু বেশ ভাল লেগেছে।

 4. তাপসকিরণ রায় মন্তব্যে বলেছেন:

  ভাল লেগেছে কবিতা।

 5. এম, এ, কাশেম মন্তব্যে বলেছেন:

  সুন্দর কবিতা
  ভালো লাগলো
  চালিয়ে যান +++++++++++++++++++++++

 6. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

  দুঃখের কথা ভাল লাগল।

 7. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

  কপালে যার দুঃখ আছে লেখা
  লি করে সে কাটবে সীমারেখা !

 8. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  ভালো লাগলো কবি

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top