ইউক্রেন থেকে জুলিয়ার চিঠিঃ
এই লেখাটি ইতিমধ্যে 1509বার পড়া হয়েছে।
(ইন্টারনেটের বদৌলতে কী না হতে পারে? মেয়েটিও পড়েছে অসম প্রেমে আমার বউ-বাচ্চা আছে জেনেও; কিন্তু আমার সাড়া নেই। রশিয়ার ইউক্রেন থেকে জুলিয়া নামের এ মেয়ে আমাকে নিবেদিত চিঠিসহ কবিতা পাঠিয়েছে। এর আগেও চিঠি দিয়েছিলো অনেকবার কিন্তু জবাব দেইনি বলে সে অভিমান করে একটার পর একটা কবিতা পাঠাচ্ছে। নিচে ২য় কবিতাটি অনুবাদসহ তুলে দিলাম, কেমন লাগলো জানাবেন–

Alam, my Lord of Silence
My Knight in the Shining Armor
My Irresistible Pirate
My Keyboard Romeo
My Love Gladiator
My Sexy Macho
My King of Dreams
My Shy Viking
My Midnight Cowboy
My Every Woman’s Night Dream
My Superman Who Is Always Ready
Ha ha….I bet no woman has ever told you so many sweet things in one letter!
আলম, আমার সম্রাট নীরবতার
চমকানো বর্মের নায়ক এক
জলদস্যু আমার তুমি দুর্নিবার
আমার কীবোর্ড রোমিও এবং
আমার প্রেমের গ্ল্যাডিয়েটর!
তুমি আমার সেক্সি পৌরুষদীপ্ত জন
আমার ঘুমস্বপ্নের রাজাধিরাজ
আর কিযে লাজুক ভাইকিং ;
আমার মধ্যরাতের রাখালবালক
তুমি আমার প্রত্যেক নারীর নিশির স্বপন
সদাই প্রস্তুত হে আমার সুপারম্যান।
যারা আগের পর্ব মিস করেছেন-পড়ুন এখানে
১,৫৩০ বার পড়া হয়েছে
৮০ দশকের কবি, ছড়াকার, গীতিকার বিশেষত; শিশুসাহিত্যিক। ৬টি প্রবন্ধ সংকলন, ৩টি গল্প সংকলন, ১টি শিশুতোষ ছড়াগ্রন্থ, ৭টি অডিও-ভিডিও এলবাম প্রকাশিত হয়েছে। ১৯৭৭ সাল থেকেই বাংলাদেশ ও ভারতের পত্র-পত্রিকায় লেখালেখি। ১৯৭৮ সালে তৎকালীন রেডিও বাংলাদেশ রংপুর কর্তৃক ‘‘উত্তরবঙ্গের শ্রেষ্ঠ ছড়াকার’’ হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত। ১৯৮৬ সালে সিলেট ছড়া পরিষদ কর্তৃক ছড়ায় অবদান রাখার জন্য পুরস্কৃত। ১৯৮৭ সাল পর্যন্ত জাতীয় বিভিন্ন দৈনিকে সাংবাদিকতাছাড়াও বিভিন্ন সাহিত্য পত্রিকা যেমন; লালমনিরহাট থেকে ত্রৈমাসিক চলমান, ত্রৈমাসিক ব্যতিক্রম, ত্রৈমাসিক দারুচিনি, ত্রৈমাসিক কিশোরকন্ঠ, ত্রৈমাসিক প্রজাপতিসহ (অধুনালুপ্ত) বিভিন্ন পত্রিকার সম্পাদক এবং লালমনিরহাটের প্রথম প্রকাশিত ‘সাপ্তাহিক জানাজানি’র প্রতিষ্ঠাতা সাহিত্য সম্পাদক ছিলেন।
শাহ আলমা বাদশা’র প্রকাশিত অডিও-ভিডিও এলবাম এবং গ্রন্থসমূহঃ
১। ভোরের পাখিরা [অডিও-ভিডিও এলবাম-১৯৮৯]
২। শিহরণ ১ ও ২ [অডিও এলবাম-১৯৯৩]
৩। শিহরণ ২ [অডিও এলবাম-১৯৯৩]
৪। প্রত্যয় [অডিও এলবাম-১৯৯৪]
৫। প্যারোডি গান [অডিও এলবাম-১৯৯৫]
৬। তথ্য পেলেন কাশেম চাচা [নাটিকার ডিভিডি-২০০১৪]
৭। তথ্য কমিশনের বিচারিক কার্যক্রম [প্রামাণ্যচিত্রের ডিভিডি-২০১৪]
৮। কিশোকন্ঠ গল্প সমগ্র-১ [যৌথ গল্পগ্রন্থ-২০০১]
৯। মা ও শিশু [যৌথ প্রবন্ধগ্রন্থ [১খণ্ড)-২০০৬]
১০। মা ও শিশু [যৌথ প্রবন্ধগ্রন্থ [২খণ্ড-২০০৭]
১১। মা ও শিশু [যৌথ প্রবন্ধগ্রন্থ [৩খণ্ড-২০০৮]
১২। মা ও শিশু [যৌথ প্রবন্ধগ্রন্থ [৪খণ্ড-২০০৯]
১৩। স্বপ্ন দিয়ে বোনা [যৌথ গল্পগ্রন্থ-২০১৩]
১৪। মুক্তিযুদ্ধ এবং অন্যান্য গল্প [যৌথ গল্পগ্রন্থ-২০১৫]
১৫। দুরছাই ধুত্তোরী ছাই [শিশুতোষ ছড়াগ্রন্থ-২০১৫]
শাহ আলম বাদশা’র প্রকাশিতব্য গ্রন্থসমুহঃ
১। ইষ্টিপাখি মিষ্টিপাখি [শিশুতোষ ছড়াগ্রন্থ]
২। ষড়ঋতুর দেশে [শিশুতোষ ছড়াগ্রন্থ]
৩। লিন্তামনির চিন্তা [শিশুতোষ ছড়াগ্রন্থ]
৪। ফুল-পাখি-নদী [কিশোর কবিতাগ্রন্থ]
৫। ফুলবনে হই-চই [কিশোর উপন্যাস]
৬। সানিনে অভিযান [[কিশোর উপন্যাস]
৭। কালো মুরগি [শিশুতোষ গল্প]
৮। বেওয়ারিশ লাশ [শিশুতোষ গল্প]
৯। কবিকবি ভাব ছন্দের অভাব [ছন্দপ্রকরণ-প্রবন্ধগ্রন্থ]
১০। বাংলাবানান এবং শব্দগঠনঃ ভুল শুধু ভুল [প্রবন্ধগ্রন্থ]
১১। আমাদের মুসলমানিত্ব এবং কামড়াকামড়ির রকমফের
তিনি বিসিএস তথ্য ক্যাডারের সদস্য এবং এলএলবি'র ছাত্র। তথ্যমন্ত্রণালয়ে কর্মরত।
ফোনঃ ০১৮১৭১১৭৯২৯/০১৫৫২৩৪২৪৪৯
Website: http://mediamaster1.blogspot.com/
সর্বমোট পোস্ট: ৪৪ টি
সর্বমোট মন্তব্য: ২২৫ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৫-২৬ ১৫:০৭:৪২ মিনিটে
Visit
শাহ্ আলম বাদশা Website.
সত্যিই চমৎকার একজন প্রেমিকা সে। যে কেউ এমন প্রেমিকর . সান্নিধ্য উপভোগ করবে। চমৎকার কবিতা সেই সাথে দারুণ অনুবাদ
সহমত কিন্তু কী আর কোরা ফিরিয়ে না দেয়া ছাড়া ভাই– সে লিখছেই-আমি লাজবাব