Today 01 Dec 2022
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

দেজা ভু

লিখেছেন: নাসরিন খান রেশমা | তারিখ: ২৫/০৯/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 1430বার পড়া হয়েছে।

ফ্রেঞ্চ শব্দগুচ্ছ দেজা ভু’র মানে ‘যা আগে দেখা হয়ে গেছে’, রহস্যময় এই অনুভূতির কারণে ঘটমান কোনো ঘটনা আগেই ঘটে গেছে বা আগে থেকেই জানা ছিল বলে মনে হয়। উদাহরণ হিসেবে বলা যায় কোনো এক মহিলা কোনো বাড়িতে বেড়াতে যাওয়ার পর থেকে তার কাছে সেই বাড়ির আসবাবপত্র ঘরদোর সব কিছুই পরিচিত বলে মনে হচ্ছে, অথচ তিনি আগে কখন সেখানে আসেননি, ঠিক একইভাবে কারো কারো মুখ যেন হাজার বছরের পরিচিত বলে মনে হয়। কেউ কেউ একে পূর্ব  জন্মের স্মৃতি বলে উল্লেখ করেন। তবে মন-গবেষকরা এর স্বাভাবিক ব্যাখ্যা দেয়ার চেষ্টা করে যাচ্ছেন, তার পরও মানুষের এই ধরনের আচরণ আজো রহস্যই রয়ে গেছে।

১,৫০২ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ৩৮ টি
সর্বমোট মন্তব্য: ০ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৯-১৭ ১২:৩২:৫৮ মিনিটে
banner

৬ টি মন্তব্য

 1. তুষার আহসান মন্তব্যে বলেছেন:

  “দেজা ভু”
  মনের রহস্য,
  আপনি চেষ্টা করেছেন সে বিষয়ে আলোকপাতের,আমরাও জানলাম কিছু।

  ধন্যবাদ সহ ভাল লাগা।

 2. রোদের ছায়া মন্তব্যে বলেছেন:

  সুন্দর ও ব্যতিক্রম পোস্ট তবে আরও একটু জানতে পারলে ভালো লাগলো ।

 3. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

  আরো বিস্তারিত বললে ভাল হতো।

 4. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  রহস্যটা আরেকটু বললে ভাল লাগঅত

  ধন্যবাদ আপনাকে

 5. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

  বেশ
  জানলাম

 6. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  দেজা ভু ,,,,,,,,,,,

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top