নোটিশ
দ্বৈত প্রেমে বোকা প্রজা
এই লেখাটি ইতিমধ্যে 1402বার পড়া হয়েছে।
কবিতাকে অশ্রুসজল বিদায় দিয়ে
ঘাট পাড় হতেই-
গল্প এসে হাজির। আমি
কবিতা ভীষণ ভালোবাসি।
কবিতাকে ভালোবাসতে গিয়ে
গল্পকে হারিয়েছি
কাকডাকা ভোরের গল্প, বুলবুলিদের গান
শেয়াল পণ্ডিতের হাক্কাহুয়া।
দেশ জুড়ে-
বদ্ধ কপাট এখন গল্পের উত্স।
এখন আমিও
গল্প নিয়ে মশগুল। সেদিনের
গল্পও আমাকে নিরাশ করেছিল-
এক রাজকন্যা, রানী ও বোকা প্রজাদের গল্প
তুলা-সিংহের যুগল প্রেমে
বোকাদের গল্প।
১,৩৯০ বার পড়া হয়েছে
দেশ জুড়ে-
বদ্ধ কপাট এখন গল্পের উত্স।
এখন আমিও
গল্প নিয়ে মশগুল। সেদিনের
গল্পও আমাকে নিরাশ করেছিল- ইদানিং গল্পরা কি শুধু নিরাশ করেই যায় ?
যে গল্পে ভালবাসার ছোঁয়া নেই, আছে শুধু হটকারিতা আর অমানবিকতা সেই গল্প ভালো লাগে কেমন করে বলুনতো ? তাই নিরাশ না হয়ে যাই কই !
অনেক ধন্যবাদ মিলি আপানকে বোকাদের গল্প পড়ে মন্তব্যের জন্যে ।
ওরা উভয়েই তো আমাদের শুধু বোকাদের গল্প শুনিয়ে বোকা বানাচ্ছে।
ভাল লাগলো
খুব সুন্দর
অনেক ভাল লাগা রইল
অনেক অনেক মুগ্ধতা জানিয়ে গেলাম
মুগ্ধকর লিখণী
বেশ ভালো লাগল