নোটিশ
দ্রোহের বাণী নীরবে কাঁদে
এই লেখাটি ইতিমধ্যে 1597বার পড়া হয়েছে।
একটা অগ্নিবীণা এনে দাও
অথবা একটা বিষের বাঁশি!
কাশফুল চেয়ে চেয়ে দেখে
এখনও আমার মায়ের মুখে
সেই সরলা কৃতদাসের হাসি!
যে হাসিতে ছন্দ-হিন্দোল নাই
নাই গানের পাখি বুলবুলি!
কুহেলিকা রাত চেয়ে দেখে
দ্রোহের বাণী নীরবে কাঁদে
কাবিলের হাতে হাসে রংতুলি!
কোথায় গেছে দোলন চাঁপা
শিউলি মালাও যে নাই
পদ্ম গোখরো চেয়ে দেখে
প্রলয়োল্লাস থেমে গেছে
মৃত্যুক্ষুধা চাঁদ গিলে খাই!
১,৫৯১ বার পড়া হয়েছে
বিদ্রোহী কবি নজরুলের রচনা থেকে ছেনে নেয়া ‘কোলাজ’
বেশ ভাল লাগল। অভিনন্দন ও শুভেচ্ছা জানাই প্রিয় কবিকে।
শ্রদ্ধা জানবেন কবি।।
কবির কবিতার মাধ্যমে আবারও মনে হয়
দ্রোহের বাণী জেগে উঠবে।
অনেক সুন্দর।
শুভেচ্ছা জানবেন কবি।
ধন্যবাদ জানবেন মাজেদ ভাই।।
অসম্ভব ভাল লাগল প্রিয় কবির কথা নিয়ে
কবিতা
শুভেচ্ছা
ধন্যবাদ জানবেন আপু।
অসাধারণ অনবদ্য লিখনী
সুন্দর লিখা
পড়ে ভালা লাগলো কবি
ধন্যবাদ জানবেন সবুজ ভাই।
দারুন
সুন্দর ভাবনার
ধন্যবাদ জানবেন কবি দা।
একটা অগ্নিবীণা এনে দাও
অথবা একটা বিষের বাঁশি!
কাশফুল চেয়ে চেয়ে দেখে
এখনও আমার মায়ের মুখে
সেই সরলা কৃতদাসের হাসি!
খুব চমৎকার হয়েছে । ভীষণ ভালো লেগেছে । শুভেচ্ছা জানবেন ।
ধন্যবাদ জানবেন তৌহিদ ভাই।