Today 01 Jul 2022
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

ধান্ধাবাজ

লিখেছেন: কাউছার আলম | তারিখ: ০১/০৭/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 1376বার পড়া হয়েছে।

ধান্ধাবাজ আর চান্দাবাজে
ভরে গেছে দেশটা,
যায় না বলা হবে কি যে
এমনি চলার শেষটা।

ভেলকিবাজির ঘোলকধাধায়
ঘুরছে দেশের চাকা,
বাইরে সবি ভালো দেখায়
ভিতরেতে ফাঁকা।

দেশজুড়ে আজ দুর্নীতিবাজ
নেতা-আমলা-খাঁকি,
খাচ্ছে সবি লুটে-পুটে
রাখছে না আর বাকি।

ধান্ধাবাজ আর চান্দাবাজে
করছে সবি দখল,
আসল কিছু যায় না পাওয়া
সবি এখন নকল।

দেশের ভালো চাও যারা আজ
উঠো জাগো হাঁকো,
দেশটা শুদ্ধ করতে হবে
সব সাথীদের ডাকো।

দু’নম্বরি নেতা-আমলা
হটাও আসন থেকে,
ধান্ধাবাজ আর চান্দাবাজদের
আনো মরণ ডেকে।

১,৪৮০ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
আমি একজন ছাত্র। কম্পিউটার আমার একটা প্রিয় বিষয়। ব্লগিং করতে আমার ভাল লাগে, ব্লগিং করে অনেক কিছু শেখা যায়।
সর্বমোট পোস্ট: ৩৫ টি
সর্বমোট মন্তব্য: ৬২১ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৬-৩০ ১৫:২৫:১৫ মিনিটে
banner

১০ টি মন্তব্য

 1. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

  ধান্ধাবাজ আর চান্দাবাজে
  ভরে গেছে দেশটা,
  যায় না বলা হবে কি যে
  এমনি চলার শেষটা।
  >>দারুন লিখেছেন কাউছার আলম সাহেব। চলন্তিকার নতুন ভুবনে আপনাকে স্বাগতম। নিয়মিত লিখবেন। পাশে থাকব।

 2. এ হুসাইন মিন্টু মন্তব্যে বলেছেন:

  চরম সত্য কথা বলেছেন, ধন্যবাদ

 3. কাউছার আলম মন্তব্যে বলেছেন:

  মন্তব্য করার জন্য আপনাদেরকে ধন্যবাদ।

 4. তৌহিদ উলল্যাহ শাকিল মন্তব্যে বলেছেন:

  দারুন লিখেছেন ভাই ছন্দে
  রক্তে মেশা দুর্নীতি মিশে গেছে প্রতিটি রন্ধে
  আমি এ বলি জেগে উঠো সকলে
  রুখে দেও অন্যায় দুর্নীতি সমূলে

 5. Arifur Rahman মন্তব্যে বলেছেন:

  ভালো লেগেছে Brow …. চালিয়ে যাও!!!

 6. Arifur Rahman মন্তব্যে বলেছেন:

  সামনে আরো কবিতা আশা করছি। ইনশাল্লাহ্!!

 7. Arifur Rahman মন্তব্যে বলেছেন:

  আরো কবিতা লেখেন পাশে থাকব.

 8. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

  দেশজুড়ে আজ দুর্নীতিবাজ
  নেতা-আমলা-খাঁকি,
  খাচ্ছে সবি লুটে-পুটে
  রাখছে না আর বাকি।

  ঠিক ১০০%

 9. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  ধান্ধাবাজ আর চান্দাবাজে
  ভরে গেছে দেশটা,
  যায় না বলা হবে কি যে
  এমনি চলার শেষটা।

  একদম সত্য কথা

  ভাল লাগল ছড়া

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top