নোটিশ
ধান্ধাবাজ
এই লেখাটি ইতিমধ্যে 1376বার পড়া হয়েছে।
ধান্ধাবাজ আর চান্দাবাজে
ভরে গেছে দেশটা,
যায় না বলা হবে কি যে
এমনি চলার শেষটা।
ভেলকিবাজির ঘোলকধাধায়
ঘুরছে দেশের চাকা,
বাইরে সবি ভালো দেখায়
ভিতরেতে ফাঁকা।
দেশজুড়ে আজ দুর্নীতিবাজ
নেতা-আমলা-খাঁকি,
খাচ্ছে সবি লুটে-পুটে
রাখছে না আর বাকি।
ধান্ধাবাজ আর চান্দাবাজে
করছে সবি দখল,
আসল কিছু যায় না পাওয়া
সবি এখন নকল।
দেশের ভালো চাও যারা আজ
উঠো জাগো হাঁকো,
দেশটা শুদ্ধ করতে হবে
সব সাথীদের ডাকো।
দু’নম্বরি নেতা-আমলা
হটাও আসন থেকে,
ধান্ধাবাজ আর চান্দাবাজদের
আনো মরণ ডেকে।
১,৪৮০ বার পড়া হয়েছে
ধান্ধাবাজ আর চান্দাবাজে
ভরে গেছে দেশটা,
যায় না বলা হবে কি যে
এমনি চলার শেষটা।
>>দারুন লিখেছেন কাউছার আলম সাহেব। চলন্তিকার নতুন ভুবনে আপনাকে স্বাগতম। নিয়মিত লিখবেন। পাশে থাকব।
চরম সত্য কথা বলেছেন, ধন্যবাদ
মন্তব্য করার জন্য আপনাদেরকে ধন্যবাদ।
আবার পড়লাম কবিতাটি
দারুন লিখেছেন ভাই ছন্দে
রক্তে মেশা দুর্নীতি মিশে গেছে প্রতিটি রন্ধে
আমি এ বলি জেগে উঠো সকলে
রুখে দেও অন্যায় দুর্নীতি সমূলে
ভালো লেগেছে Brow …. চালিয়ে যাও!!!
সামনে আরো কবিতা আশা করছি। ইনশাল্লাহ্!!
আরো কবিতা লেখেন পাশে থাকব.
দেশজুড়ে আজ দুর্নীতিবাজ
নেতা-আমলা-খাঁকি,
খাচ্ছে সবি লুটে-পুটে
রাখছে না আর বাকি।
ঠিক ১০০%
ধান্ধাবাজ আর চান্দাবাজে
ভরে গেছে দেশটা,
যায় না বলা হবে কি যে
এমনি চলার শেষটা।
একদম সত্য কথা
ভাল লাগল ছড়া