Today 31 May 2023
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

নকল ডিমের পর “নকল” গরুর মাংস নিয়ে চীন!

লিখেছেন: আক্তার জাহান | তারিখ: ০১/১০/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 1260বার পড়া হয়েছে।

চীনের ইয়ান্তা, সুযাকু এলাকায় প্রচুর গরুর মাংস বিক্রি হয়। বেশ সুন্দর লাল রঙয়ের মাংস। না বলে দিলে কেউ জানতেই পারতো না যে ওগুলো আসলে নকল গরুর মাংস।

পুলিশের বিবৃতিতে জানা যায়, মার্কেটের কাছেই মাংসগুলো একটি কক্ষে রাখা হতো। ভালোভাবে খেয়াল করলে দেখা যাবে, সেখানে মাংসগুলো এক ধরণের কালো তরলের সাথে সিদ্ধ করা হচ্ছে। আরেক দিকে আগেই সিদ্ধ করে রাখা মাংসগুলো মাটিতে ফেলে রাখা হয়েছে স্তূপ করে। চারপাশে মাছি ভন ভন করছে। এরকম ছয়টি স্থান পুলিশ সিলগালা করে দেয় যেখানে ‘নকল গরুর মাংস’ তৈরি করা হচ্ছিল। পুলিশ ১৭,৫০০ কেজি নকল মাংস উদ্ধার করে। আসলে ছিল সেগুলো শূকরের মাংস।

পরে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে পুলিশ। এখন নকল গরুর মাংস ঠেকাতে বিস্তর প্রস্তুতি নিচ্ছে চীনা পুলিশ।

১,৩১৪ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ২৫ টি
সর্বমোট মন্তব্য: ০ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৯-১৭ ১০:১৯:২৬ মিনিটে
banner

৬ টি মন্তব্য

  1. এ টি এম মোস্তফা কামাল মন্তব্যে বলেছেন:

    চিন্তার কথা।

  2. এম, এ, কাশেম মন্তব্যে বলেছেন:

    কখন যে নকল চাইনীজ মানুষ বের হয় আল্লাহ মালুম।
    অনেক ভাল লাগা ।

  3. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

    ভেজালে ভরে গেছে দুনিয়াটা।

  4. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

    ভেজাল সমন্ধে জানলাম ।

  5. হাসান ইমতি মন্তব্যে বলেছেন:

    একদিন শোনা যাবে ঢাকার আকাশে চাইনিজ মেঘ জমেছে

  6. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

    বেশ চিন্তার কথা

    মানুষ মরবে শত শত

    ভাল ভাবনা ……………….আপনার

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top