নোটিশ
নকল ডিমের পর “নকল” গরুর মাংস নিয়ে চীন!
এই লেখাটি ইতিমধ্যে 1260বার পড়া হয়েছে।
চীনের ইয়ান্তা, সুযাকু এলাকায় প্রচুর গরুর মাংস বিক্রি হয়। বেশ সুন্দর লাল রঙয়ের মাংস। না বলে দিলে কেউ জানতেই পারতো না যে ওগুলো আসলে নকল গরুর মাংস।
পুলিশের বিবৃতিতে জানা যায়, মার্কেটের কাছেই মাংসগুলো একটি কক্ষে রাখা হতো। ভালোভাবে খেয়াল করলে দেখা যাবে, সেখানে মাংসগুলো এক ধরণের কালো তরলের সাথে সিদ্ধ করা হচ্ছে। আরেক দিকে আগেই সিদ্ধ করে রাখা মাংসগুলো মাটিতে ফেলে রাখা হয়েছে স্তূপ করে। চারপাশে মাছি ভন ভন করছে। এরকম ছয়টি স্থান পুলিশ সিলগালা করে দেয় যেখানে ‘নকল গরুর মাংস’ তৈরি করা হচ্ছিল। পুলিশ ১৭,৫০০ কেজি নকল মাংস উদ্ধার করে। আসলে ছিল সেগুলো শূকরের মাংস।
পরে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে পুলিশ। এখন নকল গরুর মাংস ঠেকাতে বিস্তর প্রস্তুতি নিচ্ছে চীনা পুলিশ।
১,৩১৪ বার পড়া হয়েছে
চিন্তার কথা।
কখন যে নকল চাইনীজ মানুষ বের হয় আল্লাহ মালুম।
অনেক ভাল লাগা ।
ভেজালে ভরে গেছে দুনিয়াটা।
ভেজাল সমন্ধে জানলাম ।
একদিন শোনা যাবে ঢাকার আকাশে চাইনিজ মেঘ জমেছে
বেশ চিন্তার কথা
মানুষ মরবে শত শত
ভাল ভাবনা ……………….আপনার